scorecardresearch
 

Mamata Banerjee: নার্সরা এবার হবেন 'চিকিত্‍সক সহায়ক', ঢুকবেন নয়া প্রকল্পের আওতায়, ঘোষণা মমতার

নার্সদের জন্য নতুন পদ 'চিকিৎসক সহায়ক'। তাঁদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলায় শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • নার্সদের জন্য নতুন পদ 'চিকিৎসক সহায়ক'। তাঁদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে।
  • এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলায় শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।
  • মুখ্যমন্ত্রী বলেন, 'ডাক্তারদের সঙ্গে যে নার্সরা, সারাক্ষণ ডিউটি করেন... কেউ ২০ বছর করেছেন, কেউ ২৫ বছর করেছেন।'

নার্সদের জন্য নতুন পদ 'চিকিৎসক সহায়ক'। তাঁদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলি জেলায় শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, 'ডাক্তারদের সঙ্গে যে নার্সরা, সারাক্ষণ ডিউটি করেন... কেউ ২০ বছর করেছেন, কেউ ২৫ বছর করেছেন। দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেন। তাই সিস্টারদের জন্য় নতুন পোস্ট তৈরি করা হচ্ছে। তার নাম হবে 'চিকিৎসক সহায়ক'। তাঁদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। ওঁরা যোগ্যতা অর্জন করেছেন। হয় তো ডিপ্লোমা করলে অনেকদিন আগে ডাক্তারই হয়ে যেত। তাই তাঁদের জন্য, তাঁদের মানকে উন্নত করে দেওয়া হল।'

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, 'চুক্তিভিত্তিক যাঁরা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছেন, তাঁদের পারিশ্রমিক ৩ হাজার ও সাড়ে ৩ হাজার টাকা বাড়ানো হল। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিত ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে।'

আরও পড়ুন

সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা ১ হাজার টাকা করে বাড়ানো হল। আপনারা জানেন, যাঁরা সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ যাঁরা ভাল কাজ করেন, তাঁদের কোটা বাড়িয়ে এবং যাঁরা বিশেষত ভাল কাজ করেন, তাঁদের হোমগার্ড এবং কনস্টেবল পদে স্থায়ী চাকরির জন্য তাঁদের সংরক্ষণ ১০% থেকে বাড়িয়ে ২০% করে দেওয়া হয়েছে। তাঁদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ইন্টারভিউ নেওয়া হবে। এর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। পরে জানানো হবে।'

Advertisement