Durgapur Theft: খোদ পুলিশের বাড়িতেই চুরি, ডাকাতি। দুর্গাপুর সিটির পুলিশের সরকারি আবাসনে এক পুলিশকর্মীর ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। পুলিশকর্মীর নাম সঞ্জয় আকুলি। জানা গিয়েছে, পুলিশকর্মী সঞ্জয়বাবুর স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। দুপুর একটা নাগাদ বাড়ির দরজায় তালা দিয়েই গিয়েছিলেন তিনি। মিনিট কুড়ি পর ফিরে দেখেন দরজার তালা ভাঙা, আলমারি লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে।
গৃহকর্ত্রী সাথী আকুলি জানান, 'দরজা লক করে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। এসে দেখছি দরজা খোলা। ছেলে প্রথমে এসে ঢুকে বলল মা দরজা খোলা। আলমারি খোলা, সবকিছু নিয়ে চলে গিয়েছে। ভাঙতে হয়নি, চাবি দিয়েই খুলেছে। টাকা, গয়না যা কিছু ছিল সব নিয়েই চলে গিয়েছে।"
প্রতিবেশী সুদেষ্ণা বলেন, "আমি খবর পেয়ে দেখতে আসি। কাছেই থাকি। এখন আমারই চিন্তা হচ্ছে এই সময় আমার বাড়িতেই না চুরি হয়ে যায়। এর আগেই B টাইপে পুলিশকর্মীর বাড়িতেই চুরি হয়েছিল। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা কী করব?"
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি হাউজিংয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় আতঙ্কে এলাকাবাসী। যদি দিনদুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায়? প্রশ্ন তোলেন সাধারণ মানুষ।
অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। ঘটনাটি একটি সরকারি আবাসনে খোদ পুলিশের বাড়িতেই ঘটে গিয়েছে বড়সড় চুরির ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই বাড়ির দরজার তালা ভেঙে আলমারি সাফ করে দিয়েছে দুষ্কৃতীরা। প্রশ্ন ওঠে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? চোরেদের খোঁজে তদন্ত পুলিশ।