scorecardresearch
 

Rain Forecast Today: গরমে স্বস্তি, আজই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট

সকাল থেকেই চড়া রোদ। রয়েছে ভ্যাপসা গরমের ভাব। তবে বেলা গড়ালে আবহাওয়ার বদল ঘটতে পারে। আজ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে,  বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

Advertisement
ঝড়বষ্টির সম্ভাবনা রাজ্যে। ঝড়বষ্টির সম্ভাবনা রাজ্যে।
হাইলাইটস
  • কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
  • বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জের।

সকাল থেকেই চড়া রোদ। রয়েছে ভ্যাপসা গরমের ভাব। তবে বেলা গড়ালে আবহাওয়ার বদল ঘটতে পারে। আজ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে,  বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা। তবে সেটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।


ঘূর্ণিঝড় নিয়ে যা জানা গেল 

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবার নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর দিকে রয়েছে সেটি। নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। এরপর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। 

আরও পড়ুন


ভারী বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। ওই দিন পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি, রবিবারও ওই ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। আজ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। 

ফুঁসবে সমুদ্র

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকেই দক্ষিণ বঙ্গোপসাগরে ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বৃহস্পতিবার সকালে হাওয়ার বেগ আরও বাড়বে। হাওয়ার বেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। শুক্রবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি। 

Advertisement

এর প্রভাবে উত্তাল হবে সমুদ্র।  ২৩ মে থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৩ মে'র মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। 

কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিনে রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। 


কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির কাছে। বুধবার কলকাতার  সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। শহরে  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৫৪ শতাংশ। 
 

Advertisement