scorecardresearch
 

Rain Forecast: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়া, কবে থেকে?

রবিবার থেকেই ধীরে ধীরে পারদ বাড়বে কলকাতায়, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবারের তুলনায় কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বাড়ল। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

Advertisement
হাইলাইটস
  • রবিবার থেকেই ধীরে ধীরে পারদ বাড়বে কলকাতায়।
  • রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।
  • ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

পাততাড়ি গোটাচ্ছে শীত। রবিবার থেকেই ধীরে ধীরে পারদ বাড়বে কলকাতায়, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবারের তুলনায় কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বাড়ল। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ফলে এ বছরের মতো শীতের যাত্রাপথ শেষ হচ্ছে। অন্য দিকে, চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 


কলকাতায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিক। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৮.৩   ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৪৫ শতাংশ। 

আরও পড়ুন

বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কেমন থাকবে আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। রবিবারের পর থেকে কলকাতায় তাপমাত্রা ৩০ ডিগ্রির উপর থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। 

আগামী ৩-৪ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩-৪  ডিগ্রি করে বাড়তে পারে।  ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

Advertisement


কোথায় কত তাপমাত্রা? 

রবিবার দার্জিলিঙে পারদ নেমেছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১৫.৯ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪.১ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৫.৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৭ ডিগ্রি। 

Advertisement