'BJP নেতাদের পুড়িয়ে দেব,' SIR ইস্যুতে TMC বিধায়কের হুমকি VIRAL

যদিও একজনও প্রকৃত ভোটারের নাম SIR-এর কারণে ভোটার তালিকা থেকে বাদ যায় তবে BJP নেতাদের পুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। ঠিক কী বলেছেন তিনি?

Advertisement
'BJP নেতাদের পুড়িয়ে দেব,' SIR ইস্যুতে TMC বিধায়কের হুমকি VIRALনিশীথ মালিক
হাইলাইটস
  • SIR নিয়ে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
  • BJP নেতাদের পুড়িয়ে দেওয়া হবে
  • বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের হুমকি

SIR-এ বৈধ নাম বাদ গেলে ‘আগুন জ্বালিয়ে’ দেওয়া হবে। এমনই হুমকি দিলেন তৃণমূলের বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। তাঁর হুঁশিয়ারি, 'SIR নিয়ে কোনও মাথাব্যথা নেই। কিন্তু প্রকৃত ভোটার বাদ দিলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে।'

সম্প্রতি বর্ধমান ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত হয়েছিল একটি প্রতিবাদ মিছিল। বাংলা ভাষাকে কলুষিত করার অভিযোগে BJP-র বিরুদ্ধে ডাকা এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'SIR নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু প্রকৃত ভোটার যারা, তাদের কারও নাম বাদ গেলে আমরা প্রতিটি BJP নেতা কর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব। ওরা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। SIR-এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই আবহে আমি সবাইকে সতর্ক থাকতে বলব।'

মতুয়া ইস্যুতেই মুখ খোলেন বিধায়ক। নিশীথ মালিকের কথায়, 'আমি জানি মতুয়াদের সমস্যা হবে। কিন্তু আপনারা আস্থা রাখুন। প্রতিটা মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার ব্যবস্থা আমরা করে দেব।'

হুঁশিয়ারি ফিরহাদ হাকিমেরও। 'BJP আর নির্বাচন কমিশন মিলে CAA চাপানোর চেষ্টা করলে, পা ভেঙে দেব।' এমনই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। রাজ্যের মন্ত্রী আরও বলেন, 'আমরা চাই যেন কোনও বৈধ ভোটার বাদ না যায়। কিন্তু যদি BJP আর নির্বাচন কমিশন মিলে CAA চাপাতে চায়, তাহলে তাদের পা ভেঙে দেব।'ফিরহাদ আরও জানান, উত্তর ২৪ পরগনার এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। চিঠিতে লিখে গিয়েছেন, যে NRC র ভয়েই এই সিদ্ধান্ত। ফিরহাদ বলেন, 'মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। বাংলায় সবাই শান্তিতে থাকবে।'

 

POST A COMMENT
Advertisement