Siliguri News: শিলিগুড়িতে মহিলা কাউন্সিলরের উদ্দাম আচরণ VIRAL, মদ্যপ ছিলেন? তড়িঘড়ি শাস্তি পুরসভার

রাতে রাস্তায় মত্ত অবস্থায় হুমকি দিচ্ছেন মহিলা কাউন্সিলর। এই ভিডিও ভাইরাল হয়েছিল আগেই। ঘটনায় কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে ওই মেয়র পারিষদকে ছেঁটে ফেলা হল। মেয়র নিজে সাংবাদিক বৈঠক করে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি শিলিগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্ত। 

Advertisement
শিলিগুড়িতে মহিলা কাউন্সিলরের উদ্দাম আচরণ VIRAL, মদ্যপ ছিলেন? তড়িঘড়ি শাস্তি পুরসভারশিলিগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্ত

রাতে রাস্তায় মত্ত অবস্থায় হুমকি দিচ্ছেন মহিলা কাউন্সিলর। এই ভিডিও ভাইরাল হয়েছিল আগেই। ঘটনায় কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে ওই মেয়র পারিষদকে ছেঁটে ফেলা হল। মেয়র নিজে সাংবাদিক বৈঠক করে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি শিলিগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শ্রাবণী দত্ত। 

ওই মহিলা কাউন্সিলর তথা মেয়র পারিষদ নিজে দলের এই সিদ্ধান্ত মাথা পেতে নিলেও তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। দলের নির্দেশেই তিনি গোটা ঘটনায় এফআইআর করেননি বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওই মহিলা কাউন্সিলর। 

অভিযোগ, তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় শিলিগুড়ি পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের দিদিগিরি। 

অনেকেই বলেছেন অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন শ্রাবণী দত্ত। তাঁর ওই ঔদ্ধত্যের ভিডিও তৃণমূলের কাল হয়ে দাঁড়ায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। মুখ পোড়ে দলের। যদিও ওই ভিডিও ভাইরাল হতেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত দাবি করেছিলেন, তাঁর গাড়ি ভাঙচুর করেছিল বহিরাগতরা‌। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, অপ্রকৃতিস্থ অবস্থায় শ্রাবণী দেবী এলাকার মানুষকে মারধর করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ-সহ ঔদ্ধত্য দেখিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব চিন্তায় পড়েন। ভিডিও ভাইরাল হওয়ার পর গৌতম দেব জানিয়েছিলেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করল দল। 

শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” 

মেয়র আরও জানান, আপাতত যে তিনটি দফতরের দায়িত্ব শ্রাবণী দেবী সামলাচ্ছিলেন তা একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে। এক কথায়, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করে কড়া পদক্ষেপ নিয়েই বহিষ্কার করা হল কাউন্সিলর শ্রাবণী দত্তকে।

Advertisement

অপরদিকে মেয়র পারিষদ তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তের বক্তব্য, দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিচ্ছেন। তবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দলের নির্দেশেই তিনি গোটা ঘটনায় FIR দায়ের করেননি বলেও জানান। তিনি নির্দোষ বলে দাবি করেন শ্রাবণী দেবী।

POST A COMMENT
Advertisement