TMC Clash: ঝগড়ায় বিরক্ত মমতা, 'কেউ সাংবাদিক সম্মেলন করবেন না,' MP-দের নির্দেশ

তৃণমূল সাংসদদের প্রকাশ্য তরজা। চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত পরিস্থিতি ঠান্ডা করতে আসরে নামলেন তিনি। ঘাসফুল শিবির সূত্রে খবর, সাংসসদদের সংবাদমাধ্যমকে আপাতত আর কোনও সাক্ষাৎকার দিতে বারণ করেছেন তিনি। 

Advertisement
ঝগড়ায় বিরক্ত মমতা, 'কেউ সাংবাদিক সম্মেলন করবেন না,' MP-দের নির্দেশ

তৃণমূল সাংসদদের প্রকাশ্য তরজা। চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত পরিস্থিতি ঠান্ডা করতে আসরে নামলেন তিনি। ঘাসফুল শিবির সূত্রে খবর, সাংসসদদের সংবাদমাধ্যমকে আপাতত আর কোনও সাক্ষাৎকার দিতে বারণ করেছেন তিনি। 

টিএমসি সূত্রে খবর, কল্যাণের সঙ্গে সৌগত, মহুয়া, কীর্তি আজাদের এই টক্করে বেশ বিরক্ত মমতা। তাঁদের শান্ত হতে অনুরোধ করেন তিনি। দলের কোনও সাংসদই যাতে এই বিষয়ে না খোলেন, তার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, এদিন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কিছু ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনেন। তাতে দেখা যাচ্ছে, তৃণমূলের দুই সাংসদের উদ্দেশে কিছু বলছেন কল্যাণ। জানা যায়, গত ৪ এপ্রিল নির্বাচন কমিশনের সদর দফতরে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা। সেখানেই কীর্তি আজাদ ও কল্যাণের মধ্যে প্রকাশ্যে বিতর্ক হয়। শুধু তাই নয়, ওয়াকফ বিল নিয়ে সংসদে বলতে দেওয়া নিয়েও মহুয়া মৈত্রর সঙ্গে কল্যাণের বাকযুদ্ধ হয়। 

জানা গিয়েছে, কীর্তি আজাদ সংসদে মিষ্টির দোকান খোলার পরিকল্পনা করছেন। আর তার জন্য কয়েকজন মহিলা সাংসদের স্বাক্ষর নিয়ে আবেদন করেন। বিষয়টির বিরোধিতা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

ভিডিও ভাইরাল হতেই সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ। সেখানে সৌগত ও 'মহিলা এমপি'র বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। প্রয়োজনে রাজনীতি ছেড়ে চলে যাবেন বলেও হুঁশিয়ারি দেন কল্যাণ। সৌগত রায়কে নারদের টাকা 'চোর' বলেও মন্তব্য করেন। 

এদিকে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন সৌগত রায়। দমদমের সাংসদ বলেন, 'আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই'।  তিনি কল্যাণকে চিফ হুইপ থেকে সরিয়ে দেওয়ারও দাবি করেন। 

POST A COMMENT
Advertisement