হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে পরপর সিবিআইয়ের তরফে তলব করা হয়। তার মধ্য়ে চলতি মাসের ৫ তারিখ কলকাতায় চিনার পার্কের তাঁর নিজের বাড়িতে আসেন তৃণমূল নেতা। পরের দিনই তিনি চিনার পার্কের বাড়ি থেকে সোজা এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন। তারপর ১৭ দিনের মাথায় আজ, শুক্রবার এসএসকেএম থেকে ছাড়া পেয়ে ফের চিনার পার্কে নিজের বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল।
সূত্রের খবর, তার হার্টে ব্লকেজ থাকায় আরও কিছু পরীক্ষা করা হবে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দেন চিকিৎসকেরা। পাশাপাশি, চার সপ্তাহ পর আবার তাঁকে চিকিৎসার জন্য আসার কথা জানান।
সিবিআইয়ের তলবে এ মাসেই বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত। কিন্তু তদন্তকারীদের মুখোমুখি হননি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। এর আগেও বেশ কয়েকবার ডাক পাঠায় সিবিআই। গত ১৪ মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে তাঁকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। এর আগেও আরও দু'বার তিনি কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও আবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের তলব এড়িয়েছেন।
এখন প্রশ্ন উঠছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফের সিবিআই তাঁকে তলব করবে কিনা।