TMC Laeder Shot: দলের কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, গাড়ি থেকে গুলি দুষ্কৃতীদের

রাতে দলের কাজে থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা গুলিবিদ্ধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহারের ঝিনাইডাঙা এলাকায়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত BJP আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement
দলের কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, গাড়ি থেকে গুলি দুষ্কৃতীদেরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • দলের কাজে থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা গুলিবিদ্ধ
  • ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহারে
  • অভিযুক্ত BJP, যদিও অস্বীকার গেরুয়া শিবিরের

দলের কাজ সেরে রাতে বাড়ি ফেরার সময়ে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। অভিযোগের তীর BJP-র দিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহারের ২ নম্বর ব্লকের ঝিনাইডাঙা এলাকায়। গুলিবিদ্ধ নেতা কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা চকচকা অঞ্চলের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে। রক্তাক্ত অবস্থায় জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর একটি অস্ত্রপচারও হয়েছে বলে খবর। আশঙ্কামুক্ত হলেও এখনও তিনি স্থিতিশীল নন বলে হাসপাতাল সূত্রে খবর। 

রাত ১১টা নাগাদ ঝিনাইডাঙা এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন রাজু দে। জানা গিয়েছে, কালো রঙের একটি স্করপিও গাড়ি করে দুস্কৃতিরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। তৃণমূলের অভিযোগ, এই গঠনার নেপথ্যে BJP।  তবে অভিযোগ অস্বগকার করে উত্তর বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক সুকুমার রায় জানান, জেলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওদের কর্মীরা বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা। এখানে BJP-র কেউ যুক্ত নেই। 

স্থানীয় থানা সূত্রে খবর, ইতিমধ্যেই CCTV ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দুস্কৃতিদের গাড়ি।
 

 

TAGS:
POST A COMMENT
Advertisement