Dinhata: নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আতঙ্ক দিনহাটায় 

মঙ্গলবার রাতে ফের এক তৃণমূল নেতার উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। মুখে গুলি লাগায় তিনি গুরুতর জখম হন। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement
নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা, আতঙ্ক দিনহাটায় বীরভূমের নলহাটিতে শুটআউট
হাইলাইটস
  • মঙ্গলবার রাতে ফের এক তৃণমূল নেতার উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়।
  • নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর।

মঙ্গলবার রাতে ফের এক তৃণমূল নেতার উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। মুখে গুলি লাগায় তিনি গুরুতর জখম হন। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ন’টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর সময়ই দুষ্কৃতীরা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক সেকেন্ড ধরে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মিঠুন রাজভরকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত তাঁর পরিবারকে খবর দেন।

প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন।

তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। পরিবার বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেও কোনও নির্দিষ্ট অভিযোগ সামনে আসেনি। রাজনৈতিক শত্রুতার সম্ভাবনা উড়িয়ে না দিলেও পুলিশ আপাতত সব দিক খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুলি চালানোর কোনও প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। যদিও এলাকা ঘিরে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার জেরে দিনহাটায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দুষ্কৃতী দমনে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং হামলার পেছনের উদ্দেশ্য ও দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

POST A COMMENT
Advertisement