scorecardresearch
 

Tmc Leader Threatens The RG Kar Protester: প্রতিবাদীদের মা-বোনের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙানোর হুমকি TMC নেতার, ভাইরাল ভিডিও

আরজি কর কাণ্ডে রাজ্য উত্তাল। দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
TMC Leader Viral Video TMC Leader Viral Video
হাইলাইটস
  • আরজি কর কাণ্ডে রাজ্য উত্তাল
  • দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে
  • এই প্রেক্ষাপটে তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠল

আরজি কর কাণ্ডে রাজ্য উত্তাল। দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলীয় কর্মীদের 'ফোঁস' করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলা ও ব্লকস্তরের নেতারা 'বেপরোয়া' হয়ে কটূ মন্তব্য করছে বলে অভিযোগ। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে প্রতিবাদীদের মা-বোনেদের ছবি বিকৃত করে দেওয়া টাঙিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। ভিডিওটি শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা এখন ভাইরাল। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

ওই তৃণমূল নেতার নাম অতীশ সরকার। তিনি অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। স্থানীয় একটা সভা থেকে সেই অতীশ সরকার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু ফোঁস করতে। আমরা যদি ফোঁস করি, তাহলে আগামী কাল আপনার বাড়িতে গিয়ে আপনার মা-কে বোনকে কুৎসা সাজিয়ে যজি আপনার দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম। সকালবেলা উঠে দেখবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে কুৎসা করছেন, চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনাপ বাড়ির দরজায় গিয়ে আপনার বাড়ির দেওয়ালে আপনার মা-বোনের ছবি বিকৃত করে টাঙিয়ে দিয়ে আসব। শুনে নিন সাবধান হয়ে যান। আমরা যদি একটু ফোঁস করি পারবেন তো বাড়ি্ থেকে বের হতে?' 

এদিকে এই ভিডিও সামনে আসতেই আক্রমণ শানিয়েছে রাজ্য বিজেপি। ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, 'মুখ্যমন্ত্রীর নিদানের পরই  তৃণমূলের 'গুণধর' লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।' 

প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'ফোঁস' শব্দটি ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের হুমকি দিতেই মুখ্যমন্ত্রী অমন কথা বলেছেন বলে দাবি করেছিল বিজেপি-সিপিআইএম। তা নিয়ে সমালোচনাও হয়। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যাখ্যাও দেন। তিনি বলেছিলেন, '

তিনি বলেছিলেন, ফোঁস করা শব্দবন্ধ তিনি ব্যবহার করেছিলেন সেটা রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি থেকে নেওয়া। প্রয়োজনে যে গলা চড়াতে হয়, তা  যুগপুরুষই বলেছিলেন। যখন অপরাধ হয়, তখন প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার হতে হয়। সেই অর্থেই ফোঁস বলা হয়েছে। 

এদিকে অতীশ সরকারের ভিডিও সামনে আসার পর হইচই শুরু হয়ে যায়। চাপের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে সেই বিতর্কিত নেতাকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়। তা নিয়ে ট্যুইটও করেন কুণাল ঘোষ। 


 

Advertisement