Kolkata Law Collage Rape: একাধিক ধর্ষণ-যৌন নির্যাতন-গুন্ডামির পর.... কসবার ওই কলেজে এবার নারী নিরাপত্তা-CCTV ইত্যাদি

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও দু'জন অভিযুক্ত ছাত্রের ছাত্রত্বও বাতিল করা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব জিবি মিটিংয়ের পর জানালেন, 'তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement
একাধিক ধর্ষণ-যৌন নির্যাতন-গুন্ডামির পর.... কসবার ওই কলেজে এবার নারী নিরাপত্তা-CCTV ইত্যাদিকলকাতার ল কলেজ।-ফাইল ছবি
হাইলাইটস
  • কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করা হয়েছে।
  • তাঁর সঙ্গে আরও দু'জন অভিযুক্ত ছাত্রের ছাত্রত্বও বাতিল করা হয়েছে।

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও দু'জন অভিযুক্ত ছাত্রের ছাত্রত্বও বাতিল করা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেব জিবি মিটিংয়ের পর জানালেন, 'তিনজনকে বহিষ্কার করা হয়েছে। নির্যাতিতার পরিবার চাইলে আমরা সবরকম সাহায্য করব। কলেজে সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।'

তবে এই ঘটনাকে ঘিরে বিতর্ক তীব্রতর হয়েছে মনোজিতের রাজনৈতিক যোগ ও তাঁর উত্থান ঘিরে। অভিযোগ উঠেছে, কলেজের অস্থায়ী কর্মী ও প্রাক্তন ছাত্র মনোজিৎকে কলেজে চাকরির জন্য সুপারিশ করেছিলেন স্বয়ং অশোক দেবই। রাজনৈতিক ছত্রছায়াতেই কলেজ চত্বরে প্রভাব বিস্তার করেছিলেন মনোজিৎ, এমন দাবি উঠেছে ছাত্রছাত্রীদের একাংশের তরফে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক দেব। সংবাদমাধ্যমকে তাঁর পালটা বক্তব্য, 'আমি ওর বাবাকে ডেকে সতর্ক করেছিলাম। বলেছিলাম, ছেলে খারাপ পথে যাচ্ছে। বাবা বলেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি।'

এই ঘটনার জেরে কলেজে সাময়িকভাবে পঠনপাঠন বন্ধ রাখা হয়েছে, খোলা থাকবে শুধু অফিস। প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে, যাতে থাকবেন মহিলা নিরাপত্তারক্ষীও। সিসিটিভি ব্যবস্থাও আরও উন্নত করা হবে।

এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। নির্যাতিতাকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবং দ্বিতীয়বার মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি চলছে। কাল, মঙ্গলবার ধৃতদের আদালতে তোলার কথা। 

 

POST A COMMENT
Advertisement