TMC Ramnavami: রামনবমীতে রামের ছবি নিয়ে কীর্তন, আয়োজনে TMC বিধায়ক অসিত

রামনবমী উপলক্ষ্যে রাম-সীতার ছবি নিয়ে নাম সংকীর্তন করে মিছিলের ডাক অসিত মজুমদারের। জানান, রামনবমী উপলক্ষ্যে ৬ তারিখ বর্ণাঢ্য মিছিল করবেন। রাম ও সীতার ছবি থাকবে, ট্যাবলো থাকবে, নাম সংকীর্তন টিম থাকবে। যাঁরা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে। 

Advertisement
 রামনবমীতে রামের ছবি নিয়ে কীর্তন, আয়োজনে TMC বিধায়ক অসিতঅসিত মজুমদার

রামনবমী উপলক্ষ্যে রাম-সীতার ছবি নিয়ে নাম সংকীর্তন করে মিছিলের ডাক অসিত মজুমদারের। জানান, রামনবমী উপলক্ষ্যে ৬ তারিখ বর্ণাঢ্য মিছিল করবেন। রাম ও সীতার ছবি থাকবে, ট্যাবলো থাকবে, নাম সংকীর্তন টিম থাকবে। যাঁরা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে। 

২০১৯ সালে সেবারও রামনবমীতে হুগলির চুঁচুড়ায় মিছিল করেছিল বিজেপি সহ অন্যান্য সংগঠন। সেবার অভিযোগ উঠেছিল রামনবমীর মিছিলে কমবয়সিদের হাতেও অস্ত্র দেখা গিয়েছিল। যা নিয়ে পরবর্তীকালে বিতর্কের ঝড় ওঠে। ২০২৬-এ বিধানসভা ভোট। তার আগে রামনবমীকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তার জন্য সবরকম উদ্যোগ নিয়ে ফেলেছে গেরুয়া শিবির। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা আহ্বান জানাচ্ছেন। এবার রামনবমী দিন মিছিল করবে তৃণমূল। একেবারে হুগলি চুঁচুড়ার রাস্তায় ঘুরে ঘুরে নাম সংকীর্তনের মিছিল। রাস্তায় রাম নাম হবে। রাম সীতার ছবি থাকবে। ইতিমধ্যেই তা নিয়ে প্রস্তুতিও চলছে পুরোদমে।

চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এনিয়ে রীতিমতো ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেন- দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়। অস্ত্র দিয়ে ঝনঝনানি করা নয়।

বিধায়ক জানিয়েছেন, ৬ তারিখ রামনবমী উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করব। যেখানে রাম ও সীতার ছবি থাকবে। ট্যাবলো থাকবে। নাম সংকীর্তন টিম থাকবে। যাঁরা রাস্তা দিয়ে রামের নামে সংকীর্তন করতে করতে যাবে। অসামাজিক ব্যবস্থায় সমাজকে যাঁরা কলুষিত করছে তাঁদেরকে বোঝানোর জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে হিংসা করে কোনও সামাজিক উন্নয়ন দেবতাদের কাছ থেকে হয় না। দেবতাদের কাছে নতজানু, সমাজকে সুস্থ রাখার, সমস্ত মানুষকে ভালো রাখার আশীর্বাদ নিতে হয়।

তবে এই বিষয়ে পাল্টা বিজেপির মন্তব্য- তৃণমূল বিধায়কের মুখে যে আজ রাম নাম উঠে এসেছে সেটা শুনে বেশ ভালো লাগছে। শুভ বুদ্ধির উদয় হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement