Idris Ali Threat To Opposition: 'দ্বিতীয়বার বললে জিভ কেটে নেওয়া হবে', বেলাগাম TMC বিধায়ক

জামিন পেয়ে ন্যাড়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। যা নিয়ে রাজ্য রাজনীতি গরম রয়েছে এমনিতেই। এবার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বক্তব্যে আগুনে ঘি পড়ল বলেই মনে করা হচ্ছে।

Advertisement
'দ্বিতীয়বার বললে জিভ কেটে নেওয়া হবে', বেলাগাম TMC বিধায়কTMC বিধায়ক ইদ্রিশ আলি
হাইলাইটস
  • কৌস্তভের গ্রেফতারি ইস্যুতে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি
  • ইদ্রিশের বক্তব্যকে প্রচারে আসার চেষ্টা বলে কটাক্ষ করেছে বিজেপি

কৌস্তভের গ্রেফতারি ইস্যুতে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি, তার মধ্যেই বিরোধীদের জিভ কেটে নেওয়ার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idris Ali)। ভগবানগোলার তৃণমূল বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে কিছু বললে অপ প্রচার করলে জিভ কেটে নেওয়া হবে। ইদ্রিশ বলেন, 'দ্বিতীয়বার বলুক, জিভ কেটে নেওয়া হবে। হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কত জন সমর্থন জানে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে কত মানুষ ভালবাসেন জানে না? মমতা অদ্বিতীয়, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কোনও তুলনাই হয় না। মোদী কাচের ঘরে বসে থাকেন, মমতা রাস্তায় নেমে কাজ করেন। তাঁর সম্পর্কে এসব অপপ্রচার?'

সাগরদিঘি উপ নির্বাচনের ফলাফল নিয়ে সাংসদ অধীর চৌধুরীর বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানান। সেই প্রতিক্রিয়ায় জাববে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) নানা মন্তব্য করেন। শনিবার কৌস্তভকে গ্রেফতার করে বটতলা থানা পুলিশ। যদিও বিকেলেই তিনি জামিন পেয়ে যায়। এই নিয়ে গত কয়েকদিনে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। জামিন পেয়ে ন্যাড়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। যা নিয়ে রাজ্য রাজনীতি গরম রয়েছে এমনিতেই। এবার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির বক্তব্যে আগুনে ঘি পড়ল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Kaustav Bagchi On DA: ''ডিএ দেবে না এমন কারও ক্ষমতা নেই", এবার সরকারি কর্মীদের পাশে কৌস্তভ

যদিও বিজেপি ইদ্রিশের বক্তব্যকে প্রচারে আসার চেষ্টা বলে কটাক্ষ করেছে। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'যিনি নিজের পার্টির লোকের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। নিজের পার্চির লোকেরই হাত ভেঙে গুঁড়িয়ে দেবে সেই ভয়ে থানায় যান। সেই নেতা কী হুমকি দেবেন ? ওনার কথার কী মূল্য আছে তা অনুমেয়। পার্টি থেকে একদম দূরে চলে গিয়েছেন। প্রচারের আলোয় আসার জন্য বাজার গরম করছেন।' 

Advertisement

POST A COMMENT
Advertisement