জনসংযোগের সময় বড়সড় দুর্ঘটনার শিকার হলেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বাসিন্দাদের সমস্যার কথা জানতে গিয়েছিলেন তিনি। সেই সময় ব্যান্ডেল কলাবাজার এলাকায় একটি ড্রেনের স্ল্যাব ভেঙে তাঁর পা ঢুকে যায়। এতে তাঁর পায়ে গুরুতর চোট লাগে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হয় বিধায়ককে।
কী ঘটেছিল ঘটনাস্থলে?
বিধায়ক অসিত মজুমদার এলাকাবাসীর সমস্যার কথা শুনছিলেন। অভিযোগ, ড্রেনের স্ল্যাব দুর্বল হওয়ায় হঠাৎ তা ভেঙে পড়ে। বিধায়কের পা ড্রেনের মধ্যে ঢুকে যায়। নিরাপত্তারক্ষী এবং স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করেন। যদিও প্রাথমিকভাবে কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন তিনি, কিন্তু পা ফুলে যাওয়ায় মাঝপথে চিকিৎসকের কাছে ছুটতে হয়।
ব্যান্ডেলের এক অর্থোপেডিক সার্জেন তাঁর পায়ে চিড় ধরার বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসক বিধায়ককে অন্তত এক মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বিধায়ক বলেন, "ড্রেনে ফাঁক ছিল, তাই এই ঘটনা ঘটেছে। এলাকায় অবৈধ জলের সংযোগ ও জল চুরির ঘটনাও রয়েছে। দু'টি পাম্প ধরা হয়েছে।"
বিজেপির কটাক্ষ
এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের উন্নয়ন নিয়ে তীব্র কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের ভিডিও শেয়ার করে বলেন, "স্থানীয় এলাকায় তৃণমূল সরকারের উন্নয়ন দেখাতে বেরিয়েছিলেন বিধায়ক, কিন্তু সেই উন্নয়নের শিকার নিজেকেই হতে হবে, কে জানতো! বৃদ্ধ বয়সে এভাবে উন্নয়ন না দেখানোই ভালো।"
তিনি আরও কটাক্ষ করে লেখেন, "রাস্তায় রাস্তায় উন্নয়ন এখন বিভৎস রূপ নিয়েছে। ঈশ্বর বিধায়কের পায়ের ব্যথা দ্রুত কমিয়ে দিন।"
দুর্নীতির অভিযোগ ও বিধায়কের দাবি
এই ঘটনায় দেবানন্দপুর এলাকার অবৈধ জলের সংযোগ ও জল চুরির বিষয়টি তুলে ধরেন অসিত মজুমদার। তিনি দাবি করেন, এ ধরনের অনিয়ম এলাকাবাসীর জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করছে। বিধায়ক জানান, এই সমস্যাগুলি সমাধানের জন্য তৎপর হবেন তিনি।
উন্নয়ন বনাম দুর্নীতি
তৃণমূলের উন্নয়নমূলক কাজের মধ্যেই স্থানীয় দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিজেপি একদিকে যেমন বিধায়ককে আক্রমণ করেছে, তেমনই তৃণমূল নেতারা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। তবে এই ঘটনা তৃণমূলের উন্নয়ন এবং পরিকাঠামোর সুরক্ষার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।