আরজি কর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে উত্তেজনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ৪ঠা সেপ্টেম্বর এই ঘটনার বিরুদ্ধে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন রাত দখল কর্মসূচির আয়োজন করে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ এই কর্মসূচি ভণ্ডুল করার জন্য নানা রকম প্রচেষ্টা চালাচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এর মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের এক অডিও বার্তা, যেখানে তাঁকে এই কর্মসূচিতে জনগণকে যোগ না দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে। অডিওটির সতত্যা যাচাই করেনি 'বাংলা ডট আজতক ডট ইন।'
Dear Doctor fraternity,
— Suvendu Adhikari (@SuvenduWB) September 1, 2024
You have announced various events in the coming week and have urged the common citizens, to protest against the injustice done to the RG Kar PGT Lady Doctor.
You have made an appeal to the people to turn off the lights of their house from 9 pm to 10 pm on… pic.twitter.com/sPlaiAUolX
অডিও বার্তা ও বিতর্ক: পরেশ রাম দাসের অডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই অডিও ক্লিপে বিধায়ককে বলতে শোনা যায়, "কোনও মহিলা বা শিশু যেন এই কর্মসূচিতে যোগ না দেয়, সেজন্য অঞ্চলের সমস্ত সভাপতি, প্রধান, যুব সভাপতিদের অনুরোধ করছি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআই(এম), চক্রান্ত করে রাত দখলের ডাক দিয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত, যার মাধ্যমে ওরা ক্যানিংয়ের রাজপথ দখল করতে চায়।"
তিনি আরও বলেন, "আমাদের দলের নেতৃত্বরা তাদের অঞ্চল অনুযায়ী সব বুথে ফতোয়া জারি করুন যাতে কেউ এই কর্মসূচিতে অংশ না নেয়। যদি দলের কেউ এই কর্মসূচিতে যোগ দেয়, তাকে সাসপেন্ড করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া: বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই অডিও বার্তাটি শেয়ার করে অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস জনগণের আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শাসক দল মানুষের মধ্যে সৃষ্ট ক্রোধ এবং আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য হুমকি এবং চাপ প্রয়োগের রাস্তা বেছে নিচ্ছে। শুভেন্দু আরও বলেন, "তৃণমূলের নেতারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ আন্দোলনে সামিল হলেও, তাঁরা মূলত নিজেদের সুরক্ষার জন্য তা করছেন। তবে তাদের সত্যিকারের উদ্দেশ্য এই আন্দোলনকে ভণ্ডুল করা।"