তৃণমূল বিধায়ককে ঘিরে বিক্ষোভ।-ফাইল ছবিগত ১৫ বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে নিজের বিধানসভা এলাকাতেই গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। আশ্চর্যের বিষয়, বিক্ষোভকারীদের বড় অংশই ছিলেন তাঁর নিজের দলের কর্মী-সমর্থক। তাঁদের মুখেই উঠল ‘চোর-চোর’ স্লোগান। পরিস্থিতি বেগতিক বুঝে আর কথা না বাড়িয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ছাড়েন বিধায়ক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে।
শনিবার সকালে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে নারায়ণগড় ব্লকের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে হাজির হয়েছিলেন সূর্যকান্ত অট্ট। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হঠাৎ একদল যুবক তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে— ‘চোর, চোর’। বিক্ষোভকারীদের ভিড়ে তৃণমূলের পতাকাও চোখে পড়ে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। তার আগেই যেভাবে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী-সমর্থকরাই নিজেদের দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের প্রকাশ্যে চিহ্নিত করে দিচ্ছেন, তার জন্য তাঁদের সকলকে সাধুবাদ জানাই।
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 24, 2026
পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মফস্বল ও শহর, সর্বত্র যেভাবে… pic.twitter.com/O8fm2Qj79Q
জানা যাচ্ছে, বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের অঞ্চল যুব সভাপতি শেখ বাপি। তিনি বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, সূর্যকান্ত অট্ট ভোটারদের সম্মান করেননি, এমনকি মানুষকে পশুর সঙ্গে তুলনা করেছেন। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকে সূর্যকান্ত অট্ট ওই এলাকায় কার্যত পা রাখেননি। দলীয় কোনও কর্মসূচিতেও তাঁকে দেখা যায়নি। এখন নির্বাচন এগিয়ে আসছে বলেই হঠাৎ এলাকায় যাতায়াত শুরু হয়েছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। তার আগেই যেভাবে শাসকদলের সাধারণ কর্মী-সমর্থকরাই প্রকাশ্যে নিজেদের দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ, রাজ্যের গ্রাম থেকে শহর, সর্বত্র তৃণমূলের ছোট-বড় নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগে সাধারণ সমর্থকরাও আতঙ্কিত। প্রতিদিনই যেন চুরির নতুন নতুন ‘রেকর্ড’ তৈরি হচ্ছে।
এই প্রেক্ষাপটেই নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কর্মীদের মুখে ‘চোর’ স্লোগান উঠেছে বলে বিজেপির দাবি। স্থানীয় বিধায়ককে ঘিরে এই বিক্ষোভ নাকি স্পষ্ট করে দিচ্ছে, দুর্নীতির ভারে শাসকদলের ভিত নড়বড়ে হয়ে পড়ছে। খুব শীঘ্রই এই ক্ষোভ রাজ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলেই দাবি বিজেপির।