দুর্নীতি নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে সরব হলেন জাকির হোসেন। রবিবার রঘুনাথগঞ্জে বিজয়া সম্মিলনীতে যোগ দেন জঙ্গিপুরের বিধায়ক। সেখানেই বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী ১০০ টাকা পাঠালে ২৫ টাকার কাজ হয়। এগুলো মানা যায় না। প্রতিবাদ করতে হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে।' তাঁর এই মন্তব্যেই রীতিমতো গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন, দলের একাংশের কাজ নিয়ে যে দলীয় নেতৃত্বই খুশি নয়, তারই প্রমাণ মিলছে জাকিরের কথাতে।
এদিন পুর দুর্নীতির প্রসঙ্গও টেনে আনেন জাকির। বলেন, 'একুশ সালে ফেব্রুয়ারিতে আমি আক্রান্ত হয়েছিলাম। তখন পুরসভায় বহু দুর্নীতি হয়েছিল। আমি এসডিও-সহ সবাইকে জানিয়েছিলাম। পুরমন্ত্রীর কাছেও গিয়েছিলাম। কিন্তু ন্যায্য বিচার পাইনি।'
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জাকিরের এহেন বক্তব্য যে শাসক দলের অস্বস্তি বাড়াবে, তা বলাই বাহুল্য। তবে সেকথা মানতে নারাজ কুণাল ঘোষ। তাঁর কথায়, 'এত বড় দলে নানা ইস্যু থাকেই। এতে দলবিরোধী কিছু নেই। যদি কোনও অভিযোগ থাকে, তিনি জানাতে পারেন।'
তবে এই ইস্যুতেই আসরে নেমেছেন বিরোধীরা। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'আগে রাজীব গান্ধী বলেছিলেন, ১০০ টাকার মধ্যে ১৫ টাকা মানুষের কাছে পৌঁছয়। তৃণমূল সেই সংস্কৃতি নিয়েই এসেছে। এখন ২৫ শতাংশ আসছে, তা-ও কাটমানি। বাকি সব যাচ্ছে কারও পকেটে।'
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্য পারতপক্ষে দলের ভেতরের অসন্তোষের বহিঃপ্রকাশ মাত্র। কেউ কেউ আবার বলছেন, দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদের এই এলাকার তৃণমূল নেতৃত্বের মধ্যে অস্বস্তি চলছে। আর সেটাই যেন প্রকাশ্যে এনে দিলেন জাকির।
তবে এই ঘটনার পর জঙ্গিপুরে যে রাজনৈতিক জটিলতা আরও বাড়ল, তা নিয়ে সন্দেহ নেই। নির্বাচন ঘনিয়ে আসছে। তার আগে দলের অন্দরে এমন মন্তব্যে নতুন করে চাপ তৈরি হয়েছে TMC র।