TMC Supreme Court: 'পদ্ধতিগত গলদ,' SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। সোমবার প্রক্রিয়ার বৈধতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালতে আবেদন করলেন TMC সাংসদ মালা রায় এবং দোলা সেন।

Advertisement
'পদ্ধতিগত গলদ,' SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস সুুপ্রিম কোর্টে TMC।
হাইলাইটস
  • SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল তৃণমূল।
  • সর্বোচ্চ আদালতে আবেদন করলেন TMC সাংসদ মালা রায় এবং দোলা সেন।
  • মঙ্গলবার বিচারপতি সূর্য কান্তের শুনানির তালিকায় এই পিটিশন উঠতে পারে। 

SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেল তৃণমূল। সোমবার প্রক্রিয়ার বৈধতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালতে আবেদন করলেন TMC সাংসদ মালা রায় এবং দোলা সেন। আগামিকাল, মঙ্গলবার বিচারপতি সূর্য কান্তের শুনানির তালিকায় এই পিটিশন উঠতে পারে। 

TMC র অভিযোগ কী?
তৃণমূলের অভিযোগ, পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই হঠাৎ করে SIR শুরু করা হয়েছে। এতে ভুল তথ্য সংগ্রহ এবং অসংখ্য বৈধ ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগও উঠেছে বলে দাবি করা হয়েছে। 

সোমবাররও SIR নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'এই দু’মাসের মধ্যে এসআইআর শেষ করা সম্ভব নয়। বিজেপির নির্দেশে তাড়াহুড়ো করে করা হচ্ছে। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই জন্য দু’বছর সময় নিয়ে করা হোক।'

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের(SIR) প্রক্রিয়া জোরকদমে চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। এবার সেই SIR নিয়েই সুপ্রিম কোর্টে গেল তৃণমূল কংগ্রেস।

দলীয় সূত্রে খবর, SIR এর বৈধতা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে আবেদন করেছেন তৃণমূলের দুই সাংসদ মালা রায় এবং দোলা সেন। তবে তৃণমূল এটাও স্পষ্ট করেছে যে, SIR প্রক্রিয়া নিয়ে তাদের আপত্তি নয়। বরং, SIR প্রক্রিয়া যেভাবে পরিচালনা করা হচ্ছে, সেই পদ্ধতির বিরুদ্ধেই তাদের আপত্তি।

আপাতত সবার নজর সুপ্রিম কোর্টের শুনানির দিকে। বাংলায় SIR পদ্ধতি নিয়ে আদালত কী মতামত দেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

POST A COMMENT
Advertisement