scorecardresearch
 

Dev-DIlip Ghosh: ঘাটালে প্রার্থী দেব? দিলীপ বলছেন, 'রাজনৈতিক চমক আসতে থাকবে', নিশানায় নুসরতও

তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে দিনক'য়েকের চাপানউতোরের চলছিল। তবে তা শান্ত হয়েছে। দেব জানিয়েছেন, তিনি দলের সঙ্গেই আছেন। সূত্রের খবর, ফের ঘাটালে প্রার্থী হচ্ছেন তিনি। এসবের মধ্যেই শঙ্কর দলুইকে সরিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement
দিলীপ ঘোষ, দেব। ফাইল ছবি। দিলীপ ঘোষ, দেব। ফাইল ছবি।
হাইলাইটস
  • তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে দিনক'য়েকের চাপানউতোরের চলছিল। তবে তা শান্ত হয়েছে।
  • দেব জানিয়েছেন, তিনি দলের সঙ্গেই আছেন। সূত্রের খবর, ফের ঘাটালে প্রার্থী হচ্ছেন তিনি।

তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে দিনক'য়েকের চাপানউতোরের চলছিল। তবে তা শান্ত হয়েছে। দেব জানিয়েছেন, তিনি দলের সঙ্গেই আছেন। সূত্রের খবর, ফের ঘাটালে প্রার্থী হচ্ছেন তিনি। এসবের মধ্যেই শঙ্কর দলুইকে সরিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেবের বিষয়টিতে প্রশ্ন করা হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, যত ভোট এগোবে তত এই ধরনের রাজনৈতিক চমক আসতে থাকবে। তত এরকম অনেক খবর হবে। এটা নিউজ নয়।'

দিলীপ ঘোষ আরও বলেন  'দেব আর দেবী ছাড়া তৃণমূলের গতি নেই। দেব কে নিয়ে এই চলছে। দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেবীর এলাকা সন্দেশখালি জ্বলছে। মহিলারা ধর্ষিত। অত্যাচারিত। তারা ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করছে। দেবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না।'

এখানে দেবী বলতে তিনি সেখানকার তৃণমূল সাংসদ নুসরত জাহানকে কটাক্ষ করেছেন বলেই মনে করছেন অনেকে। দিলীপ আরও বলেন, 'তিনি ডগ ডে চকোলেট ডে নিয়ে মেতে আছেন। এরপর ভ্যালেন্টাইন্স ডে করবেন। এরকম লোক কে মানুষ কেন ভোট দেয় যাদের সামান্য সেনসিটিভিটি নেই। কোনও বিবৃতি নেই। কোনও কথা নেই। একবার ওখানে যাওয়া উচিত ছিল। মহিলাদের এই দুঃখের সময় তাঁকে পাওয়া যাচ্ছে না। এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে।' 

এদিকে ঘাটাল সাংগাঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন শঙ্কর দলুই। তাঁর জায়গায় পদ পেয়েছেন রাধাকান্ত মাইতি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন দেব। তাৎপর্যপূর্ণভাবে, সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিল শাসক শিবির। 

দেবের রাজনীতি ছেড়ে দিচ্ছেন কী না, এই বিতর্কের মধ্যেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অভিযোগ ওঠে, দেব তাঁর সাংসদ তহবিলের টাকার জন্য ৩০ শতাংশ কমিশন চেয়েছেন। অডিও ক্লিপের কণ্ঠ ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের বলে দাবি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন শঙ্কর। ওই ভিডিও যদিও যাচাই করেনি 'বাংলা ডট আজতক ডট ইন'। শঙ্করের সঙ্গে যে দেবের সম্পর্কের যে অবনতি হয়েছে তা স্পষ্ট হয়। এরপরই শঙ্কর দলুইকে তাঁর পদ থেকে অপসারিত করা হল। 

Advertisement

শনিবার পর্যন্ত জল্পনা ছিল দেব রাজনীতি ছাড়ছেন। কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর বিষয়টির জট কাটে। পরিষ্কার হয়ে যায় যে, দেব আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। তৃণমূল যে দেবের পাশে রয়েছে, সেই বার্তা দিতেই শঙ্করকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Advertisement