Rachna Banerjee: 'দিদি নম্বর ওয়ান বন্ধ হয়ে গেলে আন্দোলন হয়ে যাবে', লোকসভায় কম হাজিরায় মন্তব্য রচনার

লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেন রচনা। তাঁর সঞ্চালনায় চলা দিদি নম্বর ওয়ান শো'য়ের প্রসঙ্গও বারেবারেই ঘুরে ফিরে এসেছে। ভোটের প্রচারের সময়, তাঁকে দিদি নম্বর ওয়ান হিসেবে তুলে ধরা হয় দলের পক্ষ থেকে। শো সামলাতে গিয়ে কামাই হয়ে যাচ্ছে লোকসভায়। এর সাফাই দিলেন হুগলির সাংসদ।

Advertisement
'দিদি নম্বর ওয়ান বন্ধ হয়ে গেলে আন্দোলন হয়ে যাবে', লোকসভায় কম হাজিরায় মন্তব্য রচনাররচনা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেন রচনা। তাঁর সঞ্চালনায় চলা দিদি নম্বর ওয়ান শো'য়ের প্রসঙ্গও বারেবারেই ঘুরে ফিরে এসেছে। ভোটের প্রচারের সময়, তাঁকে দিদি নম্বর ওয়ান হিসেবে তুলে ধরা হয় দলের পক্ষ থেকে। শো সামলাতে গিয়ে কামাই হয়ে যাচ্ছে লোকসভায়। এর সাফাই দিলেন হুগলির সাংসদ।

রচনাকে দেখতে তাঁর সমস্ত প্রচার কর্মসূচিতেও মহিলাদের বিশেষ ভিড় দেখা যেত। এবার ফের একবার উঠে এল দিদি নম্বর ওয়ানের প্রসঙ্গ, তাও আবার খোদ রচনারই মুখে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রচনা কার্যত বলেন, দিদি নম্বর ওয়ান এমন একটা শো যেটা বন্ধ হলে হয়ত আন্দোলন শুরু হয়ে যাবে। 

তিনি বলেন, যাঁরা পুরোপুরিভাবে রাজনীতিবিদ, রাজনীতিটাই যাঁদের পেশা তাঁদের আমার মনে হয় অবশ্যই পার্লামেন্টে যাওয়া উচিত। যতদিন পার্লামেন্ট চলবে,ততদিন যাওয়া উচিত। যদি না তাঁর শারীরিক বা পারিবারিক কোনও অসুবিধা হয়ে যায়। 

কিন্তু যাঁরা রাজনীতির সঙ্গে অন্যান্য পেশাতেও যুক্ত রয়েছেন, যেমন আমি আমার নিজের উদাহরণ দিচ্ছি, কারণ আমি দিদি নম্বর ওয়ানের মতো একটা শো করি, এছাড়াও আমার নিজস্ব ব্যবসা, সঙ্গে আমি রাজনীতিবিদ। তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে। আমাকে শোটাও চালাতে হবে। কারণ সেটা এমন একটা শো, যেটা বন্ধ হয়ে গেলে হয়ত আন্দোলন শুরু হয়ে যাবে। সেটা আমি হতে দিতে পারব না। উল্লেখ্য, অনেক সময়ই সংসদে অনেক সাংসদের কম হাজিরা দেখা যায়। আর সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরেই এমন বলেন রচনা।

POST A COMMENT
Advertisement