scorecardresearch
 

Shatabdi Roy: 'ওদের আবার লবি...', অনুব্রত Vs চন্দ্রনাথ নিয়ে 'বিস্মিত' TMC MP শতাব্দী

মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের পার্টি অফিস দখল করার অভিযোগ ওঠে কেষ্টবাহিনীর ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত ছিল বোলপুরের শ্রীনিকেতন। শনিবার মুক্ত মঞ্চের উদ্বোধনে বোলপুরে যান সাংসদ শতাব্দী রায়। অনুব্রত বনাম চন্দ্রনাথের বিরোধের বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই বলেই দাবি করেন সাংসদ। 

Advertisement
সাংসদ শতাব্দী রায় সাংসদ শতাব্দী রায়

মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের পার্টি অফিস দখল করার অভিযোগ ওঠে কেষ্টবাহিনীর ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত ছিল বোলপুরের শ্রীনিকেতন। শনিবার মুক্ত মঞ্চের উদ্বোধনে বোলপুরে যান সাংসদ শতাব্দী রায়। অনুব্রত বনাম চন্দ্রনাথের বিরোধের বিষয়ে তাঁর কোনও কিছু জানা নেই বলেই দাবি করেন সাংসদ। 

বলেন, "চন্দ্রনাথ আর অনুব্রতের আবার লবি আছে নাকি? দু'জন তো একই। এত বছর ধরে বন্ধুত্ব, এতদিনের সম্পর্ক। তাদের মধ্যে বিবাদ আছে বলে আমার জানা নেই। লবির কথা কীকরে আসছে বুঝতে পারছি না। অনেকদিন পর কেষ্টদা ফিরে আসার পর মানুষের এত উচ্ছ্বাস, কিছু মানুষের বেশি, কিছু মানুষের কম। তাই এখন একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ঠিক হয়ে যাবে।"

সম্প্রতি, তৃণমূলের কোর কমিটির বৈঠকের পর থেকেই অনুব্রতের ওপর রাশ টানার খবর পাওয়া যাচ্ছিল। এরই মধ্যে রাজ্যের মন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহার পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। অনুব্রতের ছবি লাগানো ব্যানার এবং দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছলে নামানো হয় পুলিশবাহিনী।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত শনিবার আনুষ্ঠানিকভাবে বৈঠকে কোর কমিটির সদস্য করা হয় অনুব্রতকে। জানা যায়, দলনেত্রীর নির্দেশেই এটি ঠিক হয়েছে। এর পরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয় বলে অভিযোগ।

Advertisement