scorecardresearch
 

Waqf Amendment Bill: 'সংবিধানকে সম্মান করে না BJP', ওয়াকফ বিলের বিরোধিতায় নামল TMC

কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শনিবার কলকাতায় সভা করল তৃণমূলের সংখ্যালঘু সেল। সংবিধান মানছে না বিজেপি, এই ভাষাতেই কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আক্রমণ শানাল বাংলার শাসকদল। বাংলাদেশ নিয়ে বিজেপির প্রতিবাদ প্রদর্শনের পর পরই এ রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের সমাবেশ রাজনৈতিক দিক থেকে আলাদা তাৎপর্য পেয়েছে। 

Advertisement
তৃণমূলের সংখ্য়ালঘু সেলের সভা। তৃণমূলের সংখ্য়ালঘু সেলের সভা।
হাইলাইটস
  • ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শনিবার কলকাতায় সভা করল তৃণমূলের সংখ্যালঘু সেল।
  • বিজেপিকে নিশানা তৃণমূলের।
  • ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে আসছে তৃণমূল।

কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে শনিবার কলকাতায় সভা করল তৃণমূলের সংখ্যালঘু সেল। সংবিধান মানছে না বিজেপি, এই ভাষাতেই কেন্দ্রের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আক্রমণ শানাল বাংলার শাসকদল। বাংলাদেশ নিয়ে বিজেপির প্রতিবাদ প্রদর্শনের পর পরই এ রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের সমাবেশ রাজনৈতিক দিক থেকে আলাদা তাৎপর্য পেয়েছে। 

এদিনের সভায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে, কেন্দ্রের বিজেপি সরকার সংবিধানকে সম্মান করে না। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা করছে না। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির সদস্য কল্যাণ। কেন্দ্রকে নিশানা করে কল্যাণ বলেছেন যে, বিজেপির স্বৈরাচারী আচরণের জন্যই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপদের মুখে। তাঁর কথায়, 'সংবিধানের প্রস্তাবনা দেশের চোখ। বিজেপি সরকার প্রস্তাবনার সেই আদর্শ অনুসরণ করছে না।' 

রানি রাসমণি রোডে এদিনের সভায় ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। ছিলেন মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক দাবি করেন যে, ওয়াকফ সংশোধনী বিল হল একটা ষড়যন্ত্র। যার মাধ্যমে মুসলিমদের সম্মতি বাজেয়াপ্ত করা হবে। বিজেপি এই 'গেমপ্ল্যানে' সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে আসছে তৃণমূল। সম্প্রতি এই বিলের প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই শনিবার সভা হয় কলকাতায়। ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছিলেন, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। ভারত ধর্মনিরপেক্ষ দেশ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা স্মর করিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন যে, এ বিলের বিরোধিতা করবেন তাঁরা। 

Advertisement

Advertisement