Rajanya Halder: শুক্রে সজলের ফোন, শনিতে থানায় রাজন্যা, বললেন,'সীতার অগ্নিপরীক্ষা'

এআই ছবি বিতর্কে শেষমেশ পুলিশেরই দ্বারস্থ হলেন তৃণমূলের রাজন্যা হালদার। শনিবার সন্ধ্যায় bangla.aajtak.in-কে থানায় অভিযোগের বিষয়টি স্বয়ং রাজন্যাই জানিয়েছেন। বলেছেন, 'আমার সম্ভ্রম নিয়ে প্রশ্ন ওঠার জন্যই অভিযোগ। সীতার অগ্নিপরীক্ষা দেওয়ার মতো বিষয়। তাই অভিযোগ দায়ের করলাম।'

Advertisement
শুক্রে সজলের ফোন, শনিতে থানায় রাজন্যা, বললেন,'সীতার অগ্নিপরীক্ষা'ছবি সৌজন্যে রাজন্যার ফেসবুক।
হাইলাইটস
  • পুলিশেরই দ্বারস্থ হলেন তৃণমূলের রাজন্যা হালদার।
  • বলেছেন, 'সীতার অগ্নিপরীক্ষা দেওয়ার মতো বিষয়'
  • তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজন্যা।

এআই ছবি বিতর্কে শেষমেশ পুলিশেরই দ্বারস্থ হলেন তৃণমূলের রাজন্যা হালদার। শনিবার সন্ধ্যায় bangla.aajtak.in-কে থানায় অভিযোগের বিষয়টি স্বয়ং রাজন্যাই জানিয়েছেন। বলেছেন, 'আমার সম্ভ্রম নিয়ে প্রশ্ন ওঠার জন্যই অভিযোগ। সীতার অগ্নিপরীক্ষা দেওয়ার মতো বিষয়। তাই অভিযোগ দায়ের করলাম।' ঘটনাচক্রে শুক্রবারই bangla.aajtak.in-কে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছিলেন, তিনি রাজন্যাকে ফোন করে থানায় অভিযোগ দায়েরের 'পরামর্শ' দিয়েছেন। তার পরের দিনই রাজন্যার থানায় অভিযোগ, এই পর্বে ভিন্ন মাত্রা যোগ করেছে। যদিও সজল তাঁকে এমন কোনও পরামর্শ দেননি বলেই দাবি করেছেন রাজন্যা। 

ঠিক কী বলেছেন রাজন্যা

থানায় অভিযোগ দায়েরের প্রসঙ্গে bangla.aajtak.in-কে রাজন্যা বলেছেন, 'শুধু সোনারপুর থানা নয়, বারুইপুর জেলা পুলিশ, ডিসি সাইবার ক্রাইম কলকাতা, ওয়েস্টবেঙ্গল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেছি। আমার একটি এআই বিকৃত ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ছবি ঘিরে বর্তমানে নানা বক্তব্য উঠে আসছে, ওটা নাকি আমারই ছবি। আমি নাকি ধামাচাপা দিতে এআই শব্দ ব্যবহার করছি। তাই ছবিটি আমার কিনা, তা তদন্ত করে বার করা হোক।'

নির্দিষ্ট করে কারও নামে কি অভিযোগ দায়ের করেছেন? এই প্রশ্নের জবাবে রাজন্যা বলেছেন, 'আমার কিছু সন্দেহভাজনদের তালিকা রয়েছে। সেটা জানিয়েছি।'

উল্লেখ্য, সম্প্রতি কসবায় সাউথ ক্যালকাটা ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর পরই বিস্ফোরক দাবি করেন রাজন্যা। এআই দিয়ে তাঁর বিকৃত ছবি জুনিয়রদের দেখানো হত বলে দাবি করেছেন তিনি। রাজন্যার এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর হইচই শুরু হয়। এই নিয়ে তৃণমূলের অন্দরেও শোরগোল পড়ে। রাজন্যার বিরুদ্ধে সরব হন তৃণমূলেরই একাংশ। রাজন্যাকে পদ থেকে সাসপেন্ডও করা হয়েছে। 

অন্য দিকে, সজলের সঙ্গে তাঁর ফোনে কথার প্রসঙ্গে হেসে রাজন্যা বলেন,  'সজল ঘোষ অন্য একটি বিষয়ে ফোন করেছিলেন। উনি বলেছেন, যেটা হয়েছে,সেটা খুবই খারাপ। আমার মনে পড়ছে না, উনি পরামর্শ (থানায় অভিযোগ করার বিষয়ে) দিয়েছেন। মনে হয় এই নিয়ে পরামর্শ দেননি। সহমর্মিতা জানিয়েছিলেন। আমার সম্ভ্রম নিয়ে প্রশ্ন ওঠার জন্যই অভিযোগ। সীতার অগ্নিপরীক্ষা দেওয়ার মতো বিষয়। তাই অভিযোগ দায়ের করলাম।'

Advertisement

রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনাও সম্প্রতি দানা বেঁধেছে বঙ্গ রাজনীতিতে। এই প্রসঙ্গে রাজন্যা বলেছেন, 'আমি ও প্রান্তিক নাকি অগ্নিমিত্রা পলের সঙ্গে দেখা করেছি। আমাদের নাকি পেট্রল পাম্প দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে!' সজলের সঙ্গে ফোনে কথোপকথন প্রসঙ্গে রাজন্য যাবতীয় জল্পনা উড়িয়ে বলেছেন, ' যেই দলে যাব জল্পনা উঠছে, সেই দলের নেতা নাকচ করছেন, তা হলে তিনি তো উত্তর দিয়েছেন।'

তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন রাজন্যা। তাঁর কথায়, 'আমি পদ থেকে সাসপেন্ডেড, বহিষ্কৃত নই। দলের কর্মী হিসেবে কাজ করেছি। আমার মনে হয়, এই মুহূর্তে এটা বিবেচ্য বিষয় নয়। এখন বিবেচ্য বিষয় আমার সম্ভ্রম। যে নির্যাতিতার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, সেটা যেন কারও সঙ্গে আর না ঘটে। দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন অভিযুক্তের।'

POST A COMMENT
Advertisement