হুমায়ুন কবীরবিপুল সংখ্যক সমর্থক নিয়ে নির্বাচনের আগে মাঠে নামছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। বিধানসভা নির্বাচনে ৯০টি আসন জিতবেন বলে দাবিও করেন তিনি। এখনই বিধায়ক পদ ইস্তফা দিচ্ছেন না, এও জানান। আগামী ২২ ডিসেম্বর তাঁর নতুন দল ঘোষণার কথা। এরপর কতগুলি আসনে লড়াই করলেন জানালেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা।
এদিন হুমায়ুন বলেন, "এখনই ইস্তফা করিনি। কারণ, যারা আমাকে ভোট দিয়ে জিতেয়েছেন তাদের আপত্তি আছে।"
২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা প্রসঙ্গে তাঁর মন্তব্য, নতুন দলের ৭৫ জনের স্টেট কমিটি ঘোষণা হবে। মুর্শিদাবাদের একটি জেলার জেলা সভাপতির নাম ঘোষণা হবে। মোট ১৩৫টি আসনে লড়বে হুমায়ুনের দল। তাঁর দল ঘোষণায় উপস্থিত থাকবেন ৪ লক্ষ সমর্থক। মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রচুর মানুষ সাড়া দিচ্ছে। প্রত্যেককেই সাদরে স্বাগত জানাচ্ছেন বলে জানান তিনি।
'মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য ৭০-৯০টি আসন নিয়ে আসব। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবীরের নতুন প্রার্থী হবে,' দাবি হুমায়ুনের।
পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমেই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকট হচ্ছে। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসে সংখ্যালঘু ভোট ভাগ নিয়ে জোর চর্চা চলছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই এই কাজ করেছে তাদের দলের প্রাক্তন বিধায়ক। সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ডও করেছে তৃণমূল।