Mamata Banerjee: শাহের অম্বেডকর-মন্তব্যের প্রতিবাদে সোমবার রাস্তায় TMC, গোটা রাজ্যে মিছিল ঘোষণা মমতার

আম্বেডকর ইস্যুতে এবার কলকাতার রাজপথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সংবিধানের প্রণেতা বিআর আম্বেডকরকে বারবার আক্রমণের বিরোধীতা করেছে টিএমসি। বিজেপি ও অমিত শাহকে নিশানা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিটি ব্লক, পুরসভা ও প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের কথা ঘোষণা করেন।

Advertisement
শাহের অম্বেডকর-মন্তব্যের প্রতিবাদে সোমবার রাস্তায় TMC, গোটা রাজ্যে মিছিল ঘোষণা মমতারঅমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়

আম্বেডকর ইস্যুতে এবার কলকাতার রাজপথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সংবিধানের প্রণেতা বিআর আম্বেডকরকে বারবার আক্রমণের বিরোধীতা করেছে টিএমসি। বিজেপি ও অমিত শাহকে নিশানা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিটি ব্লক, পুরসভা ও প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের কথা ঘোষণা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে বলেন, “আমাদের সংবিধানের স্রষ্টা বাবাসাহেব আম্বেডকরের অপমান আমি মেনে নেব না। এই বিজেপি সরকার বর্ণবাদী, লজ্জা! সংবিধান বিরোধী বিজেপি বারবার এই মহান দেশের গণতন্ত্রকে আক্রমণ করে চলেছে। যত দিন যাচ্ছে ততই তাদের দলিত বিরোধী মুখোশ খুলে যাচ্ছে।"

শাহকে নিশানা করে আরও বলেন, "এটি শুধু বাবাসাহেবের অপমান নয়, আমাদের সংবিধানের মেরুদণ্ডে আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই-বোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদা লঙ্ঘন করেছেন।"

এরই সঙ্গে বাবাসাহেব আম্বেডকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং স্বাধীনতা সংগ্রামীদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের কথা বলেন। সেইসঙ্গে ঘোষণা করেন, ২৩ ডিসেম্বর রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভা এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে।

প্রসঙ্গত, সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলার সময় বিরোধীদের খোঁচা দিতে গিয়ে অমিত শাহের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শাহ মন্তব্য করেন,'এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর আম্বেডকর বলে চলা। কিন্তু আম্বেডকরের প্রতি আপনাদের কী ভাবনা? এতবার ঈশ্বরের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।' শাহের ওই মন্তব্যের পরই রাজ্যসভায় শুরু হয়ে যায় হট্টগোল। অমিত শাহকে ক্ষমা চাইতে হবে দাবি করে বিরোধীরা। বুধবার সংসদের দুই কক্ষেই আনা হয় মুলতুবি প্রস্তাব।

POST A COMMENT
Advertisement