TMC Camp for SIR: 'BLA ২-এর সঙ্গে যোগাযোগ রাখবেন ১০ TMC কর্মী', SIR নিয়ে নির্দেশ অভিষেকের

SIR এর জন্য রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি ক্যাম্প খুলছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বিধানসভায় তৃণমূলের ১০ জন করে থাকবেন নির্দেশ দেন সাংসদ তথা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখান থেকে সাংসদ-বিধায়কদের হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনও ভুলত্রুটি কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন। 

Advertisement
'BLA ২-এর সঙ্গে যোগাযোগ রাখবেন ১০ TMC কর্মী', SIR নিয়ে নির্দেশ অভিষেকেরঅভিষেক বন্দ্যোপাধ্যায়

SIR এর জন্য রাজ্যজুড়ে ৬ হাজার ২০০টি ক্যাম্প খুলছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক বিধানসভায় তৃণমূলের ১০ জন করে থাকবেন নির্দেশ দেন সাংসদ তথা তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখান থেকে সাংসদ-বিধায়কদের হার্ড কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনও ভুলত্রুটি কিংবা প্রক্রিয়ায় ক্রটি দেখলে আইনি পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন। 

অভিষেক জানান, “প্রতিটি বিধানসভায় বিধায়ক-সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে ৪ নভেম্বর থেকে বিএলএ ২-এর সঙ্গে তাঁরা যোগাযোগ রাখবেন। ১০ জনকে দায়িত্ব দেওয়া হবে। ১ জন প্রতিদিন একটি বিধানসভার ৩০ জন বিএলএ ২-এর সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। সমস্যা জেনে বিধায়ক-সাংসদরা সমাধান করবেন। না পারলে আমাদের জানাবেন।“

শুরু থেকেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন রাজ্যে SIR হলে আগুন জ্বলবে। SIR-এর বিরোধিতা রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দলের কর্মী, সাংসদ, বিধায়কদের লড়ার নির্দেশ দেন তিনি। 

প্রত্যেক বিধানসভায় ১৫ জনের টিম তৈরি করতে হবে। পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ। একজন সরাসরি BLA2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। 

মূলত কোচবিহার, মাথাভাঙা ও উত্তর ২৪ পরগনা, অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর এসেছে। অনেকের ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকার পর এখনকার তালিকায় নাম নেই বলে অভিযোগ করেছেন। এই সমস্যাগুলি তুলে ধরেন সাংসদ অভিষেক। তাঁর নির্দেশ, যে যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে, সেখানে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক। 

প্রতিটি জেলায় হেল্প ডেস্ক ও ক্যাম্প তৈরি কতে হবে বলেন। ক্যাম্পে প্রিন্টার, ল্যাপটপ রাখা থাকবে। জনগণকে সমস্ত রকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন দলের যুবরাজ।
 

POST A COMMENT
Advertisement