প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন চার বিজেপি সমর্থক। নদিয়ার তাহেরপুরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত রয়েছেন আরও এক জন।
শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রশাসনিক সভা ও জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক ভোরে তাহেরপুরে পৌঁছন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে পাঁচ জন বাস থেকে নেমে রেললাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন। সেই সময় কৃষ্ণনগর–রানাঘাট শাখায় দ্রুতগতির একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনটি দেখতে না পেয়ে আচমকাই ধাক্কার শিকার হন তাঁরা।
দুর্ঘটনাটি তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত চার জনেরই বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়। দেহগুলি কৃষ্ণনগর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


