দমদম জংশন স্টেশনের ডাউন সাবার্বান লাইনে ট্র্যাক মেরামতির কাজ। একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল। শনিবার, ২ অগাস্ট রাত ১০:৫০ থেকে রবিবার, ৩ অগাস্ট সকাল ৫:৫০ পর্যন্ত, অর্থাৎ ৭ ঘণ্টার জন্য এই ট্র্যাফিক ব্লক চলবে। ফলে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের সময়ও বদল হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ট্র্যাক মেরামতির কাজের জন্যই এই ব্লকেজ। ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা এবং ট্রেন চলাচলের স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত।
কোন কোন ট্রেন বাতিল?
২ অগাস্ট, শনিবার (2.8.2025):
শিয়ালদহ – বনগাঁ : UP 33861 / DN 33858
শিয়ালদহ – নাইহাটি : UP 31447 / DN 31450
৩ অগাস্ট, রবিবার (3.8.2025):
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত : UP 31313 / DN 31316
শিয়ালদহ – নাইহাটি : UP 31411 / DN 31414
শিয়ালদহ – হাবড়া : UP 33651 / DN 33652
শিয়ালদহ – ডানকুনি : UP 32211, 32213, 32215, 32217 / DN 32212, 32214, 32216, 32218
শিয়ালদহ – বারাসত : UP 33431 / DN 33432
শিয়ালদহ – রানাঘাট : UP 31611 / DN 31612
শিয়ালদহ – বনগাঁ : UP 33817 / DN 33826
আরও দু'টি ট্রেনের রুট ও সময় বদল
৩ অগাস্ট, রবিবার DN 33812 বনগাঁ শিয়ালদহ ইএমইউ লোকাল শিয়ালদহ পর্যন্ত না গিয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থেমে যাবে। অর্থাৎ, দমদম ক্যান্টনমেন্টে শর্ট টার্মিনেট করা হবে ।
অন্যদিকে, UP 33813 শিয়ালদহ বনগাঁ ইএমইউ লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে। সকাল ৪:৪৫টায়, ৩ অগাস্ট রবিবার এই ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট থেকে রওনা দেবে।
রেলের তরফে জানানো হয়েছে, এই যাত্রীদের নিরাপত্তা ও রেল চলাচলের মান উন্নত করতেই এই সাময়িক ব্লকেজ করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। তবে দ্রুত কাজ শেষ করে আবার স্বাভাবিক পরিষেবা চালু করার প্রতিশ্রুতিও দিয়েছে রেল।
মনে রাখবেন,
রওনা হওয়ার আগে ট্রেনের স্ট্যাটাস জেনে নিন।
বাতিল বা রুট পরিবর্তন হয়েছে, এমন ট্রেনের বিষয়ে রেলের অফিসিয়াল অ্যাপ, স্টেশনের নোটিস বোর্ড বা হেল্পলাইন নম্বর থেকে জেনে নিতে পারবেন।
শর্ট রুটে ট্রেন চললে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও আগেভাগে প্ল্যান করে রাখুন।