Train in Jairambati: সারদা মায়ের গাঁ জয়রামবাটিতে প্রথম চলল ট্রেন, লোকাল, এক্সপ্রেস চালু কবে?

'সারদা মায়ের গাঁ' জয়রামবাটিতে প্রথম গড়াল রেলের চাকা। মা যেতেন গরুর গাড়িতে। সাধারণ মানুষ এই পুণ্যভূমিতে এবার যাবে ট্রেনে চেপে। দীর্ঘ জটিলতা কাটিয়ে জয়রামবাটির মাটি ছুঁল ট্রেন। আর তাতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমজনতার। বৃহস্পতিবার স্পিড ট্রায়াল করল রেল। পাকাপাকিভাবে ট্রেন চলা এখন সময়ের অপেক্ষা।

Advertisement
সারদা মায়ের গাঁ জয়রামবাটিতে প্রথম চলল ট্রেন, লোকাল, এক্সপ্রেস চালু কবে?সারদা মায়ের গাঁ জয়রামবাটিতে প্রথম গড়াল রেলের চাকা

'সারদা মায়ের গাঁ' জয়রামবাটিতে প্রথম গড়াল রেলের চাকা। মা যেতেন গরুর গাড়িতে। সাধারণ মানুষ এই পুণ্যভূমিতে এবার যাবে ট্রেনে চেপে। দীর্ঘ জটিলতা কাটিয়ে জয়রামবাটির মাটি ছুঁল ট্রেন। আর তাতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমজনতার। বৃহস্পতিবার স্পিড ট্রায়াল করল রেল। পাকাপাকিভাবে ট্রেন চলা এখন সময়ের অপেক্ষা।

এদিন সফলভাবে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত হয় স্পিড ট্রায়াল। ট্রায়ালে উপস্থিত ছিলেন জয়রামবাটি মাতৃমন্দিরের সন্ন্যাসীরা। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এদিন জানান, "বিনা আন্দোলনে বিষ্ণুপুরের লোকেরা জমি দিয়েছেন। তাঁদের ধন্যবাদ। সবুজ সঙ্কেত পেলে লোকাল, এক্সপ্রেস সব ট্রেনই চলবে ওই লাইনে।" 

প্রসঙ্গত, এক সময়ের মল্ল রাজাদের রাজধানী, মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে শৈবক্ষেত্র তারকেশ্বরকে রেলপথে জুড়ে দেওয়ার পরিকল্পনা করে রেল দফতর। তবে প্রস্তাবিত এই রেলপথ তৈরিতে বারবার বাধার মুখে পড়েন তাঁরা। এর মধ্যেই সমস্ত সমস্যা কাটিয়ে রেলপথ তৈরির কাজও চলতে থাকে। এরই মাঝে এদিন কমিশন অব রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছে গেল মাতৃভূমি জয়রামবাটিতে। উপস্থিত ছিলেন রেলের ইস্টার্ন সার্কেলের সি.আর.এস শুভময় মৈত্র স্বয়ং।

রেলের ইস্টার্ন সার্কেলের সি.আর.এস শুভময় মৈত্র বলেন, লাইন পরীক্ষার কাজ হল। ঠিক কবে এই পথে নিয়মিত ট্রেন চলাচল করবে তা রেল কর্তৃপক্ষ ঠিক করবেন বলে তিনি জানান। এই খবরে খুশী বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। 
 

POST A COMMENT
Advertisement