scorecardresearch
 

Trains Cancelled: হোলির আগে কলকাতা-হাওড়া থেকে বাতিল বহু এক্সপ্রেস, তালিকা

সামনেই দোল এবং হোলি। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবছর কোভিডের চোখরাঙানি নেই। তাই বাংলা-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে এই উৎসব উদযাপন হবে ঘটা করে। তবে এবার হোলির আগে প্রচুর ট্রেন বাতিল করল ভারতীয় রেল। রেলের ইস্টার্ন জোনের প্রায় ৪০০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের। এর জেরে সমস্যায় পড়তে পারেন এই সব রাজ্যের বাসিন্দারা।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • সামনেই দোল এবং হোলি।
  • ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

সামনেই দোল এবং হোলি। ইতিমধ্যেই যার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবছর কোভিডের চোখরাঙানি নেই। তাই বাংলা-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে এই উৎসব উদযাপন হবে ঘটা করে। তবে এবার হোলির আগে প্রচুর ট্রেন বাতিল করল ভারতীয় রেল। রেলের ইস্টার্ন জোনের প্রায় ৪০০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের। এর জেরে সমস্যায় পড়তে পারেন এই সব রাজ্যের বাসিন্দারা। 

এ ছাড়াও দুরপাল্লার বেশ কিছু ট্রেনও রয়েছে বাতিলের তালিকায়। পঞ্জাব এবং দিল্লির ওপর দিয়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনও রয়েছে সেই তালিকায়। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথের পরিবর্তনও করা হয়েছে। যাত্রার সময়ের পরিবর্তনও হয়েছে কয়েকটি ট্রেনের। জেনে নিন এ রকমই কয়েকটি ট্রেন, যা বাতিল করা হয়েছে।

বাতিল করা হয়েছে বারৌনি থেকে নয়াদিল্লিগামী ট্রেন। হাওড়া থেকে জবলপুর গামী এক্সপ্রেসও রয়েছে বাতিলের তালিকায়। লখনউ থেকে পাটলিপুত্রগামী ট্রেনও রয়েছে সেই তালিকায়। আনন্দ বিহার থেকে গোরক্ষপুর যাওয়া হামসফর এক্সপ্রেসও বাতিল থাকবে হোলির সময়। হাতিয়া থেকে আনন্দ বিহার যাওয়া ঝাড়খণ্ড এক্সপ্রেসও বাতিল।

গোরক্ষপুর ও ছাপরার মধ্যে চলাচলকারী বিশেষ এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে হোলিতে। চণ্ডীগড় ও অমৃতসরের মধ্যে চলাচলকারী সুপার ফাস্ট এক্সপ্রেসও বাতিল। হাওড়া থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেস এবং দিল্লি থেকে গয়ার মধ্যে যাতায়াতকারী মহাবোধি এক্সপ্রেসও বাতিল থাকবে। হোলি উপলক্ষে সবমিলিয়ে পুরোপুরি বাতিল থাকবে ৩৫৪টি ট্রেন। ৫৩টি ট্রেন আংশিকভাবে বাতিল এবং ৪৯টি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হবে।

আরও পড়ুন-'রাজভবন-নবান্ন একযোগে কাজ করবে,' বললেন ব্রাত্য, রাজ্যপাল চান, 'শিক্ষা নিয়ে দ্বন্দ্ব নয়'

 

Advertisement
Advertisement