Volvo bus to Digha: সরকারি ভলভো বাসে উত্তরের ৬ জেলা থেকে দিঘায় জগন্নাথ দর্শন, কত ভাড়া পড়বে?

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই রাজ্যজুড়ে এই মন্দির ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চরমে পৌঁছেছে। এবার সেই যাত্রা উত্তরবঙ্গবাসীর জন্য আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলতেই রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ।

Advertisement
 সরকারি ভলভো বাসে উত্তরের ৬ জেলা থেকে দিঘায় জগন্নাথ দর্শন, কত ভাড়া পড়বে?উত্তরবঙ্গ থেকে ভলভো চালু।-ফাইল ছবি
হাইলাইটস
  • দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই রাজ্যজুড়ে এই মন্দির ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চরমে পৌঁছেছে।
  • এবার সেই যাত্রা উত্তরবঙ্গবাসীর জন্য আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলতেই রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই রাজ্যজুড়ে এই মন্দির ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চরমে পৌঁছেছে। এবার সেই যাত্রা উত্তরবঙ্গবাসীর জন্য আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলতেই রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, উত্তরের ছয় জেলা থেকে ছ’টি অত্যাধুনিক ভলভো বাস সরাসরি দিঘার উদ্দেশে চলবে। মঙ্গলবার তিনি বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এনবিএসটিসি-র হাতে চাবি তুলে দেন।

কোন কোন জেলা থেকে বাস ছাড়বে?
নিম্নলিখিত ছয়টি জেলা থেকে প্রতিটি জেলা থেকে একটি করে বাস চলবে— শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদহ
এই বাস পরিষেবা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে North Bengal State Transport Corporation (NBSTC)

ভাড়া কত পড়বে?
সরকারি সূত্র অনুযায়ী, প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। ফলে ভ্রমণের দূরত্ব অনুযায়ী প্রায় ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে পড়তে পারে একমুখী যাত্রার ভাড়া।
এই ভাড়া বেসরকারি ভলভো বাস পরিষেবার তুলনায় ৩০-৪০ শতাংশ কম হওয়ার সম্ভাবনা।

কেমন হবে বাসগুলির সুবিধা?
প্রতি বাসে রয়েছে— মোট ৪৩টি যাত্রী আসন (চালক ও কন্ডাক্টর বাদে)। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা। পুশব্যাক সিট, ব্যক্তিগত রিডিং লাইট। যাত্রী নিরাপত্তা ও আরামদায়ক যাত্রার জন্য উন্নত প্রযুক্তি। রাজ্য পরিবহণ দফতর ৯,৬০০ সিসির অত্যাধুনিক ভলভো বাস কিনতে খরচ করেছে প্রায় ৯.৫ কোটি টাকা।

ট্রেনে ভিড়, বাসে মিলবে স্বস্তি
বর্তমানে উত্তরবঙ্গ থেকে দিঘায় সরাসরি যাওয়ার ট্রেন হাতে গোনা। শুধুমাত্র পাহাড়িয়া এক্সপ্রেস এনজেপি থেকে প্রতি শুক্রবার দিঘা যায়। সেই ট্রেনে সংরক্ষিত টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সরকারি বাস চালু হওয়ায় অনেকেই স্বাচ্ছন্দ্যে জগন্নাথ দর্শনে যেতে পারবেন।

যাত্রার তথ্য
বাস চলাচলের নির্দিষ্ট সময়সূচি ও অনলাইন টিকিট বুকিংয়ের বিস্তারিত শীঘ্রই এনবিএসটিসি-র ওয়েবসাইট ও অফিসিয়াল সূত্রে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

 

POST A COMMENT
Advertisement