scorecardresearch
 

Trawler Capsized: ইলিশ ধরতে গিয়েছিলেন, মত্‍স্যজীবী-বোঝাই ট্রলার ডুবল বঙ্গোপসাগরে

ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবীদের ট্রলার। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত ট্রলারের ৮ জনকে উদ্ধার করে। প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায়  ট্রলারটি। বেশ কয়েক ঘণ্টা জলে ভেসে থাকার পর অন্য ট্রলার এসে তাদের বাঁচায়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবীদের ট্রলার
  • তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে
  • পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত ট্রলারের ৮ জনকে উদ্ধার করে

ইলিশ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবল মৎস্যজীবীদের ট্রলার। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত ট্রলারের ৮ জনকে উদ্ধার করে। প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায়  ট্রলারটি। বেশ কয়েক ঘণ্টা জলে ভেসে থাকার পর অন্য ট্রলার এসে তাদের বাঁচায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ইলিশ ধরতে সমুদ্রে গিয়েছিল ট্রলারটি। গঙ্গাসাগর থেকে মা শীতলা নামক এই ট্রলারটি ৮ জন মৎস্যজীবীকে নিয়ে রওনা হয়। ইলিশের সন্ধানে বঙ্গোপসাগরের উদ্দেশে যায়। সেসময় ঝড়ের দাপটে দুর্ঘটনা হয়। পাশে থাকা মৎস্যজীবীদের অন্য একটি ট্রলার এসে ওই মৎস্যজীবীদেরকে উদ্ধার করে। 

মৎস্যজীবীদের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে। ৮ জন মৎস্যজীবীর সকলেই সুস্থ রয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুরে। সেখানে তাদের চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হবে। ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন

যদিও, এমন দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। দিন দুয়েক আগেই ইলিশ ধরে দক্ষিণ ২৪ পরগণায় বাঘেরচরের কাছে সমুদ্রে জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। জাল টেনে তুলতে একদিকে হেলে যায় নৌকো। ওই নৌকায় ছিলেন ৮ মৎস্যজীবী। অন্য ট্রলারে থাকা মৎস্যজীবীদের সহযোগীতায় তাঁরা প্রাণে বেঁচে যায়। তবে এর কারণে অনেক মাছ নষ্ট হয়ে যায়। গত সোমবার তাঁরা ইলিশ ধরতে গিয়েছিলেন। মঙ্গলবার বেলার দিকে জাল তুলতে যান তাঁরা। সেই সময় সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে। জাল এতটাই ভারী হয়ে যায় যে নৌকো উল্টে যায়।

Advertisement