তৃণমূলের প্রার্থী তালিকার ৭ BJP ফেরত, 'বাংলার প্রার্থী কি কম পড়িয়াছে', প্রশ্ন গেরুয়া শিবিরের

আজ, রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। একাধিক নতুন মুখ এবার জায়গা পেয়েছে প্রার্থী তালিকায়। তেমনই পুরোনো কিছু নাম বাদ পড়েছে। এদিকে, ৪২টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপি কটাক্ষ করেছে তৃণমূলকে। বিজেপির বক্তব্য মোট প্রার্থীদের মধ্যে ৭ জনই বিজেপি ফেরত। অর্থাৎ ১৭ শতাংশ। 

Advertisement
তৃণমূলের প্রার্থী তালিকার ৭ BJP ফেরত, 'বাংলার প্রার্থী কি কম পড়িয়াছে', প্রশ্ন গেরুয়া শিবিরেরবিজেপির সভার প্রস্তুতি। পিটিআই
হাইলাইটস
  • আজ, রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
  • একাধিক নতুন মুখ এবার জায়গা পেয়েছে প্রার্থী তালিকায়। তেমনই পুরোনো কিছু নাম বাদ পড়েছে।

আজ, রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। একাধিক নতুন মুখ এবার জায়গা পেয়েছে প্রার্থী তালিকায়। তেমনই পুরোনো কিছু নাম বাদ পড়েছে। এদিকে, ৪২টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপি কটাক্ষ করেছে তৃণমূলকে। বিজেপির বক্তব্য মোট প্রার্থীদের মধ্যে ৭ জনই বিজেপি ফেরত। অর্থাৎ ১৭ শতাংশ। 

বিজেপির তরফে অমিত মালব্য টুইটে প্রশ্ন করেছেন,  শত্রুঘ্ন সিনহা (আসানসোল), কীর্তি আজাদ (বর্ধমান-দুর্গাপুর), কৃষ্ণা কল্যাণী (রায়গঞ্জ), মুকুট মণি অধিকারী (রানাঘাট), সুজাতা মন্ডল (বিষ্ণুপুর), বিশ্বজিৎ দাস (বনগাঁ), বিপ্লব মিত্ররা (বালুরঘাট) সকলেই বিজেপিতে ছিলেন। তৃণমূলের নিজস্ব পর্যাপ্ত প্রার্থী নেই? এদের মধ্যে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান বহিরাগত। টিএমসি কি মাটির প্রার্থী খুঁজে পায়নি?

অন্যদিকে বিজেপির অভিযোগ, আবু তাহের খান, যার গাড়িতে একটি ৬ বছরের শিশুর দুর্ঘটনা হয়েছিল। তাকে মুর্শিদাবাদ থেকে ভোটে দাঁড় করানো হচ্ছে।  

উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্রিগেড ময়দানের র‌্যাম্পে ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন।

মমতার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন ৪২ কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র‌্যাম্প দিয়ে। মূল মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করছিলেন অভিষেক। ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করার আগে তিনি থেমে যান। পাশ থেকে অরূপ বিশ্বাস এসে ঘোষণা করেন, ডায়মন্ড হারবারে আবার প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাত জন বিদায়ী সাংসদ এ বার টিকিট পেলেন না। তাঁদের মধ্যে রয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীও।

 

POST A COMMENT
Advertisement