ফের বিস্ফোরক মন্তব্য করলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া। তিনি বলেন যে গ্রামে বিজেপি নেতারা এলে জুতোর মালা পরান। তাঁর এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন।
সাংসদ জগদীশ বসুনিয়ার নিদান, গ্রামের রাস্তায় বিজেপি নেতাদের জন্য ব্যারিকেড তৈরি করুন। বাড়িতে বিজেপির জন্য নো এন্ট্রি সাইনবোর্ড লাগান। তৃণমূলের গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের বিজয়া সম্মিলনিতে এই বার্তাই দেন সাংসদ। সাংসদের দাবি, ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় প্রকল্পের বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে না পারার জেরেই বাংলার মানুষের সঙ্গে এইভাবে বঞ্চনা করছে তারা। SIR- এর নাম করে বাঙালিদের দেশ থেকে ভাগাতে চাইছে। তারই প্রতিবাদে বিজেপি নেতাদের জুতোর মালা পরাতে হবে। বাড়িতে বাড়িতে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে বিজেপির জন্য।
সাংসদের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন। কোচবিহারের মাথাভাঙার বিজেপি বিধায়ক জানিয়েছেন, ২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। ভোটে হারবে জেনেই ভয়ে পাগলের মতো প্রলাপ বকছেন তৃণমূলের নেতারা। বর্তমানে বিজেপির প্রতি তাঁরা যেসব নিদান দিচ্ছেন ভোটে হেরে গেলে বাংলার মানুষ তাঁদের সঙ্গে একইরকম ব্যবহার করবে। তাঁদেরকেই জুতোর মালা পরাবে।
একমাস আগেই তৃণমূল সাংসদ মন্তব্য করেছিলেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কোনও বিজেপি এজেন্ট থাকতে দেওয়া হবে না। তাঁর এই ধরনের দাবিতে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়। এসব মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা শুরু হয়েছে।
রিপোর্টারঃ মনসুর হাবিবুল্লাহ