নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আর তারই মধ্যে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি TMC-র। অভিযোগ, তাতে দুই ব্যক্তিকে(তৃণমূলের দাবি এঁরা বিজেপি নেতা) বলতে শোনা যাচ্ছে, 'যদি না বডি না পড়ছে, কোনওদিনও মোড় ঘুরবে না।' তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিও। তাতে দুই যুবক যা বলছেন, তার সারমর্ম এটাই যে, নবান্ন অভিযানের দিন রবার বুলেট চলতে পারে। 'বডি না পড়লে, রাজনীতির মোড় ঘুরবে না,' বলতে শোনা যাচ্ছে দুই বিজেপি নেতাকে। উল্লেখ্য, এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। তৃণমূলের দাবি, গেরুয়া শিবির নবান্ন অভিযানের দিন অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। এই ভিডিও থেকে তারই ইঙ্গিত মিলেছে। এমনটাই দাবি করা হচ্ছে টিএমসি-র অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে। দুই নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। নবান্ন অভিযান আদৌ অরাজনৈতিক নয় বলে মনে করছে পুলিশ।
ভিডিও বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, সম্ভবত লুকিয়ে, স্টিং অপারেশনের কায়দায় ছবি তোলা হয়েছে।
ভিডিওতে যা শোনা যাচ্ছে, গেরুয়া টি-শার্ট পরা এক ব্যক্তি বলছেন, '২৭ তারিখের যে আন্দোলন হবে, সেটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না।' এমনকি 'রবার বুলেট'ও চলতে পারে বলে দাবি করতে দেখা যায় তাঁকে।
এর পর ক্যামেরার আড়ালের এক ব্যক্তিকে তাঁকে বলেন, 'বডি না পড়লে রাজনীতির মোড় ঘুরবে না।' তাতে সায় দিয়ে গেরুয়া টি-শার্টের ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে 'বডি পড়বে এ বার। আমার যা ধারণা বডি এ বার পড়বেই।'
অন্যদিকে আরও এক ব্যক্তিকে এমনই ধরণের কথা বলতে শোনা যাচ্ছে। ওই ব্যক্তির মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'দেখ তোমাকে মারব, এটা যতটা ভয়ের, মেরে ফেললে কিন্তু আর তা হবে না। মারব মারব করে ছোটাই যদি তা হলে কিন্তু কাজ।' তাঁকে আরও বলতে শোনা যায়, 'আজ সিপিএম আর ফরোয়ার্ড ব্লক একসঙ্গে রয়েছে। কিন্তু এক সময় সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফরোয়ার্ড ব্লক পাঁচটা বডি পড়েছিল মনে আছে। পাঁচ জনকে গুলি করা হয়েছিল।'
দেখুন সেই ভিডিও:
"Dead bodies must fall" for "political momentum." - SHOCKING videos have emerged indicating a sinister conspiracy behind the Nabanna Abhiyan tomorrow!
— All India Trinamool Congress (@AITCofficial) August 26, 2024
BJP has resorted to the politics of DEAD BODIES under the camouflage of JUSTICE!
Instead of asking CBI to expedite the probe,… pic.twitter.com/QJjzT7ICPL
প্রসঙ্গত উল্লেখ্য, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সূত্র মারফত আমরা যা জানতে পারছি, কালকের নবান্ন অভিযানে অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে কোনও সংগঠনের নাম আগে আমাদের জানা ছিল না।' তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজের ফলোয়ার লিস্ট খুলে দেখান, সেখান থেকে এভিবিপি কলকাতা, ড. শঙ্কর ঘোষকে ফলো করা হচ্ছে। তিনি জানান, মহিলা ও ছাত্রছাত্রীদের সামনে রেখে অশান্তির চক্রান্ত করা হচ্ছে।