Sashi Panja: আরজি কর থেকে শিক্ষা, TMC-র নতুন স্বাস্থ্য সংগঠন গড়লেন শশী পাঁজা

স্বাস্থ্য পরিষেবায় শাসকদলের প্রভাব আরও মজবুত করতে নতুন সংগঠন আনল তৃণমূল কংগ্রেস। সোমবার, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে গঠিত হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (পিএইচএ)। এর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে 'বিরোধীদের সমালোচনা ও বিভ্রান্তিমূলক তথ্যের' মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন শশী পাঁজা।

Advertisement
আরজি কর থেকে শিক্ষা, TMC-র নতুন স্বাস্থ্য সংগঠন গড়লেন শশী পাঁজাপ্রেস ক্লাবে শশী পাঁজা।

লক্ষ্য: স্বাস্থ্য খাতে প্রভাব বৃদ্ধি
অ্যাকশন: নতুন সংগঠন

স্বাস্থ্য পরিষেবায় শাসকদলের প্রভাব আরও মজবুত করতে নতুন সংগঠন আনল তৃণমূল কংগ্রেস। সোমবার, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে গঠিত হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (পিএইচএ)। এর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে 'বিরোধীদের সমালোচনা ও বিভ্রান্তিমূলক তথ্যের' মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন শশী পাঁজা।

হঠাৎ নতুন সংগঠন কেন?

প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শশী পাঁজা জানান, আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর সংগঠনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে। তাঁর কথায়, 'আরজি করের ঘটনা নিন্দনীয়। তবে আরজি করের ঘটনায় অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছিল, যা শক্তিশালী সংগঠন না থাকায় সেটা মোকাবিলা করা যায়নি। রাজ্য সরকার কাজ করেছে। সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সেই ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করতে চাই।'

তৃণমূলের কিন্তু আগেই চিকিৎসক সংগঠন ছিল। তার নাম প্রোগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশন (পিডিএ)। এদিন সরাসরি সেই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শশী পাঁজা। তিনি জানান, নতুন PHA সংগঠনের মাধ্যমে বিরোধীদের স্বাস্থ্যখাত নিয়ে অভিযোগের যথাযথ জবাব দেওয়া হবে।

নতুন সংগঠনের লক্ষ্য

পিএইচএ সরাসরি স্বাস্থ্য ভবনের সঙ্গে যুক্ত থাকবে। সরকারি হাসপাতালের ধর্মঘট, বিভ্রান্তিমূলক প্রচার এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগের তদারকি করবে। শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই স্বাস্থ্য ভবনের সঙ্গে সংযোগ রাখা হবে।

এক সাংবাদিক জানতে চান, 'আন্দোলনকারী চিকিৎসকরা যদি এই সংগঠনে আসতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে?' এর উত্তরে শশী পাঁজা বলেন, 'উন্নয়নে বিশ্বাস করলে আন্দোলনকারী চিকিৎসকরাও সংগঠনে যোগ দিতে পারবেন।'

আগামী ৮ ফেব্রুয়ারি পিএইচএ-র প্রথম একজিকিউটিভ বডির মিটিং। বিরোধীদের কটাক্ষ, আরজি কর পর্বের পর চিকিৎসক নেতাদের আড়াল করতেই এই সংগঠন  করা হয়েছে। তবে শশী পাঁজার এদিনের বক্তব্যে এটুকু পরিষ্কার যে, তৃণমূল সরকার স্বাস্থ্য পরিষেবায় তাদের কাজ আরও বেশি করে প্রচার করতে চাইছে। বিরোধীদের চাপে রাখতে এবং রাজ্যের স্বাস্থ্যখাতে প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে এই নতুন সংগঠনের মাধ্যমে।

Advertisement

POST A COMMENT
Advertisement