বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার জয়নগরে বকুলতলা থানা এলাকায় বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। জখম হয়েছেন ২ জন। তাঁদের মধ্যে এক জন মহিলা।
পুলিশ সূত্রে খবর, জখম কালাম শেখ ও তাঁর স্ত্রী মনসুরা শেখ। এদিন দুপুরে তাঁদের বাড়িতে বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণে দু'জনই গুরুতর জখম হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে গোপনে বোমা বানানোর সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের পর থেকে কালামের খোঁজ পাওয়া যায়নি। মনসুরাকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে প্রথমে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অন্য দিকে, এর আগে গত এপ্রিল মাসে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। গ্রেফতার করা হয় কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে। চন্দ্রকান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরের ৩ নম্বর ঘেরিতে বসত বাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয় বাড়ির চার শিশু-সহ আটজনের। ঘরে বাজি কারখানা ছিল। প্রচুর বাজির মশলা মজুত রাখা হয়েছিল। এমনকি সেই বাড়িতে সিলিন্ডারে রান্নাও হত। বিস্ফোরণের অভিঘাত ছিল এতটাই, যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকে শোনা যায় সেই শব্দ। উড়ে যায় বাড়ির ছাদ। এত জোরে বিস্ফোরণ হয় যে, বাড়ির আসবাবপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে। জানলার গ্রিল-সহ দেওয়াল উড়ে যায় পাশের এলাকায়। ৩ শিশুর দেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বাজি কারখানার মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ৭টি ধারায় মামলা করে পুলিশ। চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হত বলে পুলিশ সূত্রে খবর।