Udayan Guha: 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবাও, অনেকের চাকরি করে দেন', বিস্ফোরক উদয়ন

বাম আমলেও চাকরি নিয়ে দুর্নীতি হয়েছেন বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এখানেই থেমে না থেকে তিনি আরও দাবি করেছেন যে বাম আমলে তাঁর বাবা কমল গুহ অনেকের চাকরি করে দিয়েছেন।

Advertisement
'দলের স্বার্থে দুর্নীতি করেছেন বাবাও, অনেকের চাকরি করে দেন', বিস্ফোরক উদয়নউত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ
হাইলাইটস
  • উদয়ন বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ'
  • বাম আমলে রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ

বাম আমলেও চাকরি নিয়ে দুর্নীতি হয়েছেন বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এখানেই থেমে না থেকে তিনি আরও দাবি করেছেন যে বাম আমলে তাঁর বাবা কমল গুহ অনেকের চাকরি করে দিয়েছেন। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ (Kamal Guha)। উদয়ন বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনেই সব তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।

মন্ত্রী বলেন, 'দলের হোলটাইমার বা সর্ব ক্ষণের কর্মীকে ভাতা দেওয়ার কথা দল থেকে। এ বার আমার ক্ষমতা নেই তাঁকে ভাতা দেওয়ার। আমি তাঁর স্ত্রীকে চাকরি করে দিলাম। সেটাও দুর্নীতি ছিল। আজ যদি কেউ চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকে, সেটাও দুর্নীতি। দলের স্বার্থে আমার বাবাও দুর্নীতি করেছেন। এটাকে দুর্নীতি বলব আমি? ৫ টাকা নিলে দুর্নীতি নয়, কিন্তু ৫০ হাজার টাকা বা ৫ লাখ টাকা নিলে দুর্নীতি? এটা তো হতে পারে না। আমি এখন আমার বাবাকে বাঁচানোর জন্য বলব যে, বাবা যেটা করেছেন সেটা সঠিক করেছেন, আর এখন অমুক যেটা করছেন সেটা ভুল করছেন বা সিপিএমের বিধায়ক যেটা করেছিলেন সেটা ভুল? বাবাও তো অনেককে চাকরি করে দিয়েছিলেন। সেটা দুর্নীতির একটা অঙ্গ। এটা যুগ যুগ ধরে চলে আসছে। যারা আজকে রাস্তায় বসে যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলছে তাদের পূর্বসূরিরা যোগ্যদের বঞ্চিত করেই চাকরি দিয়েছে।'

আরও পড়ুন: Recruitment Scam: 'বাম আমলে দুর্নীতির বীজ রোপণ, তদন্ত হোক', সুজন-জায়ার প্রসঙ্গ তুলে দাবি ব্রাত্যের

Advertisement

উদয়নের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'ওনার বক্তব্য শুনে যা মনে হল তাতে কণ্ঠস্বরে হতাশা ফুটে উঠছে। তার মানে উনি পার্থ চট্টোপাধ্যায়রা যা করেছেন তাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কোনও ভাবেই মেলে না। ওর বন্ধু বান্ধবরাও নিশ্চয় ওকে বলবেন।  এই কথা বলে উনি বাবাকে ছোট করলেন না কি নিজেকে ছোট করলেন তা নিয়ে কোনও মন্তব্য করব না। তবে এটা নজর ঘোরানোর চেষ্টা। যা চলছে পশ্চিমবঙ্গে, সব চাকরি কোর্ট খারিজ করেছে। অন্য কেউ করেনি।'

POST A COMMENT
Advertisement