scorecardresearch
 

Upper Primary Panel: আপার প্রাইমারির প্যানেল প্রকাশিত হচ্ছে, তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি SSC-র

Upper Primary Panel: আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের (আপার প্রাইমারি) প্যানেল। স্কুল সার্ভিস কমিশন (SSC) সোমবার, ২৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশেও এই ২৫ সেপ্টেম্বরের ডেডলাইনই দেওয়া হয়েছিল।

Advertisement
আপার প্রাইমারির প্যানেলের তারিখ জানাল SSC। আপার প্রাইমারির প্যানেলের তারিখ জানাল SSC।
হাইলাইটস
  • আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের (আপার প্রাইমারি) প্যানেল।
  • স্কুল সার্ভিস কমিশন (SSC) সোমবার, ২৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে।
  • উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশেও এই ২৫ সেপ্টেম্বরের ডেডলাইনই দেওয়া হয়েছিল।

Upper Primary Panel: আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের (আপার প্রাইমারি) প্যানেল। স্কুল সার্ভিস কমিশন (SSC) সোমবার, ২৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশেও এই ২৫ সেপ্টেম্বরের ডেডলাইনই দেওয়া হয়েছিল। প্রায় ৮ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের।

আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ:

গত ২৮ অগাস্ট, কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশের ডেডলাইন বেঁধে দিয়েছিল। আর ঠিক সেই মতোই, ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশের ঘোষণা দিল SSC। ২০১৬ সালে প্রথম এসএলএসটি (SLST) পরীক্ষা হয়েছিল। কিন্তু এতদিন পরেও বহু যোগ্য প্রার্থী চাকরি পাননি। অবশেষে উচ্চ প্রাথমিক পদে ১৪,০৫২ জন প্রার্থীর জন্য নিয়োগ নিশ্চিত করার কথা আদালত জানায়।

চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি ও আদালতের নির্দেশ:

চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। এই নিয়ে আজও আপার প্রাইমারীর চাকরিপ্রার্থীরা করুণাময়ীতে বিক্ষোভ দেখান। গত মাসে ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছিল, ১৪,০৫২ জন প্রার্থীকে ২৮ নভেম্বরের মধ্যেই নিয়োগ করতে হবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, এখনও পর্যন্ত প্যানেল প্রকাশ না হওয়ায় প্রার্থীরা আন্দোলনের পথে হেঁটেছিলেন। সোমবার বেলায় করুণাময়ীর কাছে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছিলেন চাকরিপ্রার্থীরা। তারই মধ্যে এই বড় ঘোষণা করল এসএসসি।

আরও পড়ুন

১০ বছরের প্রতীক্ষার অবসান:

বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন করে আশার আলো দেখছেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দীর্ঘ ৮ বছর ধরে অপেক্ষায় থাকা উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা এখন আশাবাদী যে, অবশেষে তাঁরা সরকারি চাকরি পেতে চলেছেন। 

Advertisement