Uttarpara News: মর্মান্তিক! উত্তরপাড়ায় গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেল কিশোর, শোকে আত্মঘাতী বাবা

Uttarpara News: উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। শোক সামলাতে না পেরে আত্মহত্যা করলেন তাঁদের একজনের বাবা। হুগলির উত্তরপাড়ার বাবুঘাটে শুক্রবার রাতে স্নান করতে নেমেছিলেন এই ৩ যুবক। খবর পেয়ে পুলিশ এসে স্পিড বোটের ব্যবস্থা করে। তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement
মর্মান্তিক! উত্তরপাড়ায় গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেল কিশোর, শোকে আত্মঘাতী বাবাUttarpara Babughat Death
হাইলাইটস
  • উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। শোক সামলাতে না পেরে আত্মহত্যা করলেন তাঁদের একজনের বাবা।
  • হুগলির উত্তরপাড়ার বাবুঘাটে শুক্রবার রাতে স্নান করতে নেমেছিলেন এই ৩ যুবক। খবর পেয়ে পুলিশ এসে স্পিড বোটের ব্যবস্থা করে।
  • হুগলির উত্তরপাড়ার বাবুঘাটে শুক্রবার রাতে স্নান করতে নেমেছিলেন এই ৩ যুবক। খবর পেয়ে পুলিশ এসে স্পিড বোটের ব্যবস্থা করে।

Uttarpara News: উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। শোক সামলাতে না পেরে আত্মহত্যা করলেন তাঁদের একজনের বাবা। হুগলির উত্তরপাড়ার বাবুঘাটে শুক্রবার রাতে স্নান করতে নেমেছিলেন এই ৩ যুবক। খবর পেয়ে পুলিশ এসে স্পিড বোটের ব্যবস্থা করে। তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু বহুক্ষণ পরেও কোনও খোঁজ মেলেনি। শনিবার একটানা চেষ্টা চালান পুলিশকর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

শনিবার ডানকুনির চণ্ডীমাতার পুজো ছিল। তার জন্য শুক্রবার মধ্যরাতে উত্তরপাড়ার ঘাটে জল নিতে এসেছিলেন অনেকে। সেই সময়েই অনেকে রীতিমাফিক গঙ্গাস্নান করতে নামেন। 

এদিকে ঠিক তখনই জোয়ার আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই অঞ্চলে গঙ্গার জোয়ারে ঢেউ যথেষ্ট জোরে থাকে। টাল সামলাতে না পেরে জলের তোড়ে ভেসে যায় দুই কিশোর। একজনের বয়স ১৬, অপরজন ১৮। তাদের বাঁচাতে জলে ঝাঁপ দেন ২১ বছর বয়সী এক যুবক। কিন্তু জলের তোড়ে তিনিও তলিয়ে যান। 

এরপরেই প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ আসে। ভোরের আলো ফুটতেই স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

পুলিশ সূত্রে দাবি, ঘটনার সময় নজরদারি চালানো হচ্ছিল। ভক্তদের বারবার জলে নামতে নিষেধও করা হচ্ছিল। কিন্তু তাঁদের নির্দেশ অমান্য করেই গঙ্গাস্নানে নামছিলেন অনেকে, দাবি পুলিশের। 

শনিবার ৩ কিশোরের মধ্যে একজনের বাবা শোকে বিহ্বল হয়ে যান। এরপর রেল লাইনে আত্মঘাতী হন তিনি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  

POST A COMMENT
Advertisement