VP Jagdeep Dhankhar: 'সনাতনেই সব প্রশ্নের উত্তর, সভ্যতাকে বাঁচাতেই হবে,' বাংলায় এসে বললেন দেশের উপরাষ্ট্রপতি

গৌড়ীয় মঠের ১৫০-তম জন্মবার্ষিকীর অন্তিম দিনের অনুষ্ঠানে অংশ নেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেখানে বাংলার সংস্কৃতির প্রশংসা করেন প্রাক্তন রাজ্যপাল। সেই সঙ্গে ভারতের সংস্কৃতিকে রক্ষা করতে একাগ্র হওয়ারও বার্তা দেন ধনখড়। 

Advertisement
'সনাতনেই সব প্রশ্নের উত্তর, সভ্যতাকে বাঁচাতেই হবে,' বাংলায় এসে বললেন দেশের উপরাষ্ট্রপতিউপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

গৌড়ীয় মঠের ১৫০-তম জন্মবার্ষিকীর অন্তিম দিনের অনুষ্ঠানে অংশ নেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সেখানে বাংলার সংস্কৃতির প্রশংসা করেন প্রাক্তন রাজ্যপাল। সেই সঙ্গে ভারতের সংস্কৃতিকে রক্ষা করতে একাগ্র হওয়ারও বার্তা দেন ধনখড়। 

সনাতন প্রসঙ্গে ধনখড় বলেন, "কিছু মানুষ, তারা অজান্তেই আধ্যাত্মিকতাকে কলুষিত করে। আমাদের সভ্যতা রক্ষা করতে হবে। সনাতনেই সব প্রশ্নের উত্তর আছে, এতেই সার্বজনীন মঙ্গল। সনাতন পরাধীনতায় বিশ্বাস করে না। আত্মসমর্পণ করলে, একজন মুক্ত আত্মা হয়ে উঠবেন, এই কারণেই কিছু মানুষের সনাতন নিয়ে সমস্যা রয়েছে। আমরা আমাদের ধর্মীয় স্থান ও সংস্কৃতির বর্বরতা ও ধ্বংস হতে দেখেছি। দেখেছি নালন্দা কীভাবে ধ্বংস হয়েছিল। আমরা এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আপনাকে সতর্ক থাকতে হবে।"

আরও বলেন, "ভারত বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। সারা ভারতে মানুষ জ্ঞান অর্জন করতে আসত। মাঝখানে অনেক কিছু বদলে গেল। বিদেশি আগ্রাসনের পর তা বন্ধ হয়ে যায়। আমাদের সংস্কৃতিকেন্দ্রগুলি ধ্বংস হয়ে গেছে। আমরা বর্বরতার মুখোমুখি হয়েছি। তবুও আমাদের সংস্কৃতিকে ধ্বংস করা যায়নি। বিশ্ব সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষ ভয় পায়। যখন সমস্ত মানুষ হতাশ বোধ করলে একটাই উত্তরী তারার দিকে তাকায়, তা হল ভারত। আর কলকাতা সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার সংস্কৃতি। ধ্বংস হলে জাতিকে বাঁচাতে পারবে না। সংস্কৃতি সংরক্ষণ করতে হবে এবং এটি গুরুত্বপূর্ণ।"

তাঁর মন্তব্য, "এমন কিছু শক্তি আছে যারা তাঁর পবিত্র ভূমির উপর অশুভ নজর রাখে, আমাদের সতর্ক থাকতে হবে। ধর্মকে কখনও পরাজিত করা যায় না। বিমুখ হবেন না। অর্জুনের মতো লক্ষ্যে স্থির থাকুন। আমাদের লক্ষ্য কি? আমরা ভারতীয় এবং জাতীয়তাবাদী। জাতীয়তাবাদের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, এটি ছাড়া একটি দেশ ধ্বংস হয়ে যায়। সময় এসেছে সংকল্প হওয়ার। তার জন্য, আমাদের বুঝতে হবে যে আমাদের সম্পদ কী।"

Advertisement

বাংলার মাটি থেকে সনাতন ধর্মকে রক্ষা করা ও সংস্কৃতিকে আঁকড়ে থাকার বার্তা দেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

POST A COMMENT
Advertisement