Cooch Behar: কোচবিহারে বাংলাদেশিদের তাণ্ডব, সীমান্তে ২ হাজার মিটার কাঁটাতারের বেড়া বসালেন গ্রামবাসীরা

ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতারের বেড়া। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চলছে অনুপ্রবেশ। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ভারতীয় পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন তাঁরা। অনেক ক্ষেত্রেই আবার এই সব অনুপ্রবেশকারীরা নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন।

Advertisement
কোচবিহারে বাংলাদেশিদের তাণ্ডব, সীমান্তে ২ হাজার মিটার কাঁটাতারের বেড়া বসালেন গ্রামবাসীরাভারত-বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকা

ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতারের বেড়া। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চলছে অনুপ্রবেশ। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে যাচ্ছেন। শুধু তাই নয় ভারতীয় পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন তাঁরা। অনেক ক্ষেত্রেই আবার এই সব অনুপ্রবেশকারীরা নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন। বিরোধীদের অভিযাগ, শাসকদলের মদতেই নাকি সহজেই অনুপ্রবেশের পর ভারতের নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় নথি পেয়ে যাচ্ছেন এইসব অনুপ্রবেশকারীরা। আর রাজ্যের ঢিলেঢালা মনোভাবের কারণে জমি অধিগ্রহণ না হওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। তাই অবাধেই চলছে অনুপ্রবেশ।

এই অভিযোগও উঠেছে বারবার। এছাড়া বাংলাদেশিদের অত্যাচার তো রয়েইছে। এবার এইসব বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেরাই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি এলাকায়। শুক্রবার, ১০ জানুয়ারি সকাল থেকে এই গ্রামবাসীদের একাংশকে দেখা যায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন নিজেদের কৃষি জমিতে। এই জমির ওপারে রয়েছে বাংলাদেশের দহগ্রাম অঙ্গারপোতা গ্রাম৷ একদিকে রয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ-এর কুচলিবাড়ি গ্রাম। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এই সীমান্ত এলাকায়।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন থেকেই বাংলাদেশি দুষ্কৃতীদের দাপটে অতিষ্ঠ। সীমান্তে বিএসএফ পাহাড়ায় থাকলেও রাত হলেই চুরি হয়ে যায় এই দেশের গরু। এমনকী ভারতীয় কৃষকদের জমিতে লাগানো ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাংলাদেশে যে লাগাতার অশান্তি শুরু হয়েছে এতে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা করছেন ভারতীয় গ্রামবাসীরা। দুষ্কৃতীদের ঠেকাতেই নিজেদের জমিতে ভারতীয় কৃষকরা কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন নিজেদের উদ্যোগেই। 

শুক্রবার সকাল থেকেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। অভিযোগ সে সময় বাংলাদেশের সীমান্তে নিরাপত্তায় থাকা বিজিবি ভারতীয়দের বাধা দেয়। এরপর কিছু বাংলাদেশি নাগরিকরাও ভারতীয়দের বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে গ্রামবাসীরা তাঁদের জমিতে দু'হাজার মিটার কাঁটাতারের বেড়া দিয়েছেন। আরও দেড় হাজার মিটার কাঁটাতার দেওয়ার কাজ বাকি রয়েছে। 

Advertisement

গ্রামবাসীরা বলেন, তাঁদের জমিতে এই কাঁটাতার দেওয়ার কাজ চলবে। বিজিবি ও বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের জমিতে কাঁটাতারের কাজে বাধা দিলে বিএসএফ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই সংক্রান্ত একটি ভিডিওয় দেখা গিয়েছে কুচলিবাড়িতে জমির উপর কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বিজিবি তাঁদের বাধা দিচ্ছে। এমনকী ভারতীয় জওয়ানদের উদ্দেশে তাঁরা বলছেন এটা কিন্তু গা জোয়ারি করছেন আপনারা। এভাবে কাঁটাতারের বেড়া দিতে পারেন না আপনারা। যদিও এসবে পাত্তা দেননি বিএসএফ জওয়ানরা। তাঁরা গ্রামবাসীদের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চালিয়ে যেতে বলেন।

POST A COMMENT
Advertisement