Konnagar Salt Theft: গাড়ি করে এসে নুনের বস্তা চুরি BJP নেতার? কোন্নগরের CCTV ফুটেজ Viral

হুগলির কোন্নগরের নুন চুরির ভিডিওতে সোশ্যাল মিডিয়া। ভাবছেন, নুন আবার এমন কী মহা মূল্যবান জিনিস! কিন্তু যদি বলি কেউ রীতিমতো চারচাকা গাড়ি নিয়ে এসে রাতে নুনের বস্তা সরাচ্ছে?

Advertisement
গাড়ি করে এসে নুনের বস্তা চুরি BJP নেতার? কোন্নগরের CCTV ফুটেজ Viralকোন্নগরে নুন চুরির ভিডিও ভাইরাল।
হাইলাইটস
  • হুগলির কোন্নগরের নুন চুরির ভিডিওতে সোশ্যাল মিডিয়া।
  • রাতের আঁধারে গাড়ি করে এসে নুনের বস্তা চুরির দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
  • কাউন্সিলর চন্দন মণ্ডলের অভিযোগ, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি দীপক দত্ত নামের এক ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুগলির কোন্নগরের নুন চুরির ভিডিও। ভাবছেন, নুন আবার এমন কী মহার্ঘ্য জিনিস! কিন্তু যদি বলি কেউ রীতিমতো চারচাকা গাড়ি নিয়ে এসে রাতে নুনের বস্তা সরাচ্ছে? শুনতে অদ্ভুত লাগলেও এমনই ঘটল কোন্নগরে। রাতের আঁধারে গাড়ি করে এসে নুনের বস্তা চুরির সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।

বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ তুললেন কাউন্সিলর
কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডলের অভিযোগ, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি দীপক দত্ত নামের এক ব্যক্তি। তাঁর দাবি, দীপক দত্ত তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা এবং এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। কোন্নগরের তালপুকুর এলাকায় তাঁর বাড়ি। শুধু তাই নয়, ফুটেজে ধরা যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিও তাঁর বলে দাবি কাউন্সিলরের।

কাউন্সিলরের অভিযোগ, শুধু দীপক দত্ত একা নন, অজয় দে ও সুজয় দে নামে আরও দু’জন সঙ্গী রয়েছে তাঁর সঙ্গে। রাতে তিনটি গাড়ি নিয়ে বেরিয়ে দোকান দোকানে তাঁরা চুরি করেন বলে দাবি কাউন্সিলরের। চন্দন মণ্ডলের দাবি, এই ঘটনার পর নাকি দীপক দত্তের বাড়ির সামনে বস্তা বস্তা নুন পড়ে থাকতেও দেখা গিয়েছে।

একাধিকবার নুন চুরির অভিযোগ
চন্দন মণ্ডল জানান, দীপক দত্ত ও তাঁর সঙ্গীরা আগেও কোন্নগরের বিভিন্ন দোকান থেকে নুন চুরি করেছেন। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে দোকানের সামনে রাখা নুনের বস্তা নিয়ে পালান তাঁরা। ঘটনাটি একবার নয়, বারবার ঘটেছে বলে অভিযোগ।

কাউন্সিলর জানান, তিনজনের বাড়িতে মোট তিনটি গাড়ি রয়েছে। এই তিনটি গাড়িই চুরির কাজে ব্যবহার হয়। তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। চন্দন মণ্ডলের দাবি, এই ধরনের অপরাধমূলক কাজ যাতে আর না হয়, তার জন্য পুলিশের কড়া পদক্ষেপ প্রয়োজন।

সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটাই ধরা পড়েছে 
দু’নম্বর কলোনি বাজার এলাকার ওই মুদির দোকানের মালিক জানান, গত মাসে তাঁর দোকানের সামনের থেকে নুনের বস্তা চুরি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁরা চুরির ঘটনা ধরতে পারেন। এরপর বাজার কমিটির সঙ্গে বৈঠকে অভিযুক্তরা এসে ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে আর এ ধরনের কাজ আর করবেন না।

Advertisement

কিন্তু এলাকার বাসিন্দাদের দাবি, তার পর থেকে চুরির ঘটনা বন্ধ হয়নি। বরং বাইরের এলাকায় গিয়েও নুন চুরির ঘটনায় তাদের নাম জড়িয়েছে বারবার।

কিন্তু নুনই চুরি করা হচ্ছে কেন?
রাতে গাড়ি নিয়ে এভাবে নুন চুরিতে লাভ কী? সেই প্রশ্নই তুলছেন অনেকে।

পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ জমা পড়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই পুরো বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাজার এলাকায়। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

সংবাদদাতা: রাহি হালদার

POST A COMMENT
Advertisement