Mamata Banerjee vs Bidyut Chakraborty: 'এখনও কান দিয়ে দেখেন?', মমতাকে চিঠিতে নিশানা বিশ্বভারতীর উপাচার্যের

পরপর একের পর এক মন্ত্রী ঢুকছেন জেলে। এবার সেই প্রসঙ্গ টানলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীও। ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একটি চিঠি লেখেন তিনি। তাঁর লেখা চিঠিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে লেখেন, 'আপনি এখনও কান দিয়ে দেখেন?'

Advertisement
'এখনও কান দিয়ে দেখেন?', মমতাকে চিঠিতে নিশানা বিশ্বভারতীর উপাচার্যেরমমতাকে চিঠিতে নিশানা বিশ্বভারতীর উপাচার্যের
হাইলাইটস
  • পরপর একের পর এক মন্ত্রী ঢুকছেন জেলে
  • এবার সেই প্রসঙ্গ টানলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীও
  • ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একটি চিঠি লেখেন তিনি

পরপর একের পর এক মন্ত্রী ঢুকছেন জেলে। এবার সেই প্রসঙ্গ টানলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীও। ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একটি চিঠি লেখেন তিনি। তাঁর লেখা চিঠিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে লেখেন, 'আপনি এখনও কান দিয়ে দেখেন?'

এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তী। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাদে জড়ান একাধিকবার। এবার চিঠি দিয়ে আক্রমণ করেন মমতাকে। সেই চিঠিতে কি লেখেন তিনি? সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বভারতীর রাস্তা ফেরত চেয়ে তিনি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে।

তাতে লেখা আছে, বিশ্বভারতীর একটি রাস্তা ২০১৯ সালে অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। সেই রাস্তা ফেরত চেয়ে তৃতীয়বার চিঠি লিখেছেন উপাচার্য। সেখানে তিনি লিখেছেন, "আপনি এখনও কান দিয়ে দেখেন?" শুধু তাই নয়, তাঁর মন্ত্রিসভার ২ নেতা জেলে, তাও চিঠিতে উল্লেখ করেন। নাম না করে তিহাড় জেলে থাকা অনুব্রত মণ্ডলের প্রসঙ্গও টেনেছেন।

উপাচার্যের চিঠিতে তিনি মুখ্যমন্ত্রীকে নিজের চোখ খুলে সব দেখার পরামর্শ দেন। এও লেখেন, এই পৃথিবীতে কেউই স্থায়ী নয়। সময় ভিসি-র টার্ম শেষ হয়ে গেলে আমাকেও সরে যেতে হবে। আগামী ২০২৬ সালের নির্বাচনে ভোটাররা যদি আপনাকে আশীর্বাদ না করেন তাহলে মুখ্যমন্ত্রীর পদ থেকে আপনাকেও চলে যেতে হবে। সেই বুঝে মানুষজনের সঙ্গে ব্যবহার করা উচিত।

প্রসঙ্গত, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রাখআ হয়। এতে আশ্রমি, প্রাক্তনী ও বিশ্বভারতীর শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ। এই নিয়েই শুরু হয় তরজা।

POST A COMMENT
Advertisement