বাজেট পেশের পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বাজেট পেশ করেন। এরপরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে এসে স্লোগান দিতে থাকেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এটি বেকার বিরোধী বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’ তাঁর হাতে ছিল 'বেকারদের চাকরি চাই' লেখা পোস্টার।
তিনি আরও অভিযোগ করেন, ‘উত্তরবঙ্গ, পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের জন্য কোনও পরিকল্পনা নেই। কৃষকদের জন্যও কোনও নতুন বরাদ্দ নেই।'
স্বাস্থ্য, শিক্ষা ও শিল্প ক্ষেত্রেও কোনও বড় ঘোষণা হয়নি বলেই দাবি করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ‘৬,০০০ কোটি টাকার ঋণের বোঝা থেকে কীভাবে রাজ্য বের হবে, তার উল্লেখ নেই।’
তিনি জানান, ‘বিধায়কদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ মাত্র ৬০ লক্ষ টাকা, যা গত পাঁচ বছর ধরে অপরিবর্তিত। অন্যদিকে, ঝাড়খণ্ডে এই বরাদ্দ ৫ কোটি টাকা।’
নারী সুরক্ষা ও সামাজিক প্রকল্প নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়নি, অন্য রাজ্যে এর পরিমাণ অনেক বেশি।'
পে কমিশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ ও শিক্ষকদের DA-তে কেন্দ্রের সঙ্গে এখনও ৩১-৩২ শতাংশ পার্থক্য রয়েছে। নতুন পে কমিশনের কোনও ঘোষণা হয়নি।’
বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী ২০২৬ সালে বিজেপি পূর্ণাঙ্গ বাজেট দেবে। প্রত্যেক বাড়িতে একটি করে চাকরির ব্যবস্থা করবে।’