Wb Govt: ছুটি বাতিল করল নবান্ন, কর্মস্থল না ছাড়ার বার্তা সরকারি কর্মীদের জন্য

ভারত-পাক উত্তেজনার আবহে রাজ্য প্রশাসন তৎপর। পরিস্থিতি মোকাবিলায় এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকারের অধীন সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হল। শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনও কারণেই ছুটি গ্রহণ করা যাবে না।

Advertisement
ছুটি বাতিল করল নবান্ন, কর্মস্থল না ছাড়ার বার্তা সরকারি কর্মীদের জন্যনবান্ন
হাইলাইটস
  • ভারত-পাক উত্তেজনার আবহে রাজ্য প্রশাসন তৎপর।
  • পরিস্থিতি মোকাবিলায় এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

ভারত-পাক উত্তেজনার আবহে রাজ্য প্রশাসন তৎপর। পরিস্থিতি মোকাবিলায় এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকারের অধীন সমস্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হল। শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনও কারণেই ছুটি গ্রহণ করা যাবে না।

শুধু ছুটি বাতিল নয়, আরও কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, কোনও সরকারি কর্মী তাঁর কর্মস্থল (পোস্টিং-এর জায়গা) ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ, কর্মস্থল থেকে অন্যত্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁদের যেখানে পোস্টিং রয়েছে, তাঁদের আপাতত সেখানেই উপস্থিত থাকতে হবে।

এই সিদ্ধান্তের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে বার্তা দিয়েছিলেন, “প্যানিক করবেন না। রাজ্য সরকার সতর্ক রয়েছে।” তিনি জানান, রাজ্য স্তরে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে এবং উত্তরবঙ্গের জন্য পৃথক কন্ট্রোলরুমও চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, “মানুষ যাতে আতঙ্কিত না হন, সে বিষয়ে আমরা নজর রাখছি। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চলছে। প্রশাসনের প্রতিটি স্তর প্রস্তুত।” পাশাপাশি গরমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকেও ছুটি ঘোষণার অনুরোধ করেছেন। তাঁর মতে, “বাচ্চাদের এখন ঘরেই থাকা ভাল।”

নবান্নের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তৎপরতা বাড়িয়েছে। যুদ্ধের আবহে রাজ্যবাসীর নিরাপত্তা ও জরুরি পরিষেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এমন সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশই মনে করছেন, এই মুহূর্তে কর্তব্যই সবচেয়ে বড়। পরিস্থিতির ওপর নজর রেখে রাজ্য প্রশাসন আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে পারে বলে অনুমান।

 

TAGS:
POST A COMMENT
Advertisement