WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে বড় খবর, 'নমিনেশনের সময়সীমা পুনবির্বেচনা করা হোক', পর্যবেক্ষণ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটের নমিনেশন জমার সময়সীমা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নমিনেশন জমার সময়সীমা বাড়াতে হবে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

Advertisement
পঞ্চায়েত ভোট নিয়ে বড় খবর, 'নমিনেশনের সময়সীমা পুনবির্বেচনা করা হোক'পঞ্চায়েত ভোট
হাইলাইটস
  • নমিনেশন জমার সময়সীমা বাড়াতে হবে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
  • আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত ভোটের নমিনেশন জমার সময়সীমা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। নমিনেশন জমার সময়সীমা বাড়াতে হবে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, 'পঞ্চায়েত ভোটের নমিনেশন জমার সময়সীমা পর্যাপ্ত নয়। এনিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনবির্বেচনা করতে হবে।'

আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। আজ থেকেই শুরু হয়েছে নমিনেশন জমা। তবে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, ১৫ জুন পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন পেশের সময়। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে বিরোধী কংগ্রেস ও বিজেপি। তারা নমিনেশন জমার সময়সীমা বাড়ানো ও ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

শুক্রবার মামলার শুনানিতে সওয়াল জবাবের পর আদালত বলে, 'নির্বাচন বন্ধ করার জন্য মামলা দায়ের করা হয়নি। শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশন এগিয়ে যেতে পারে। নমিনেশনের সময় পর্যাপ্ত নয়। এই সিদ্ধান্ত পুনবির্বেচনা করতে হবে। গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। সিভিক ভলান্টিয়ার দের কাজে লাগানোর বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। সেটাও কমিশনকে মাথায় রাখতে হবে।'

ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে হাই কোর্টের আরও বক্তব্য, রাজ্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে। শান্তিপূর্ণ ভোট যাতে হয়, সেদিকে নজর রাখতে হবে।' এই বিষয়ে রাজ্য সরকারকে সোমবার তাদের বক্তব্য জানাতে নির্দেশ হাইকোর্টের।

POST A COMMENT
Advertisement