২১ জুলাইয়ে শুভেন্দুদের উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাবে BJP

২১ জুলাই তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় শহিদ দিবস পালন করবে, সেই দিনই বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। তবে রাজ্য পুলিশের তরফে সেই অভিযানের অনুমতি দেওয়া হয়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে।

Advertisement
২১ জুলাইয়ে শুভেন্দুদের উত্তরকন্যা অভিযানের অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাবে BJPশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
হাইলাইটস
  • ২১ জুলাই তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় শহিদ দিবস পালন করবে, সেই দিনই বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে।
  • তবে রাজ্য পুলিশের তরফে সেই অভিযানের অনুমতি দেওয়া হয়নি।

২১ জুলাই তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় শহিদ দিবস পালন করবে, সেই দিনই বিজেপির যুব মোর্চা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে। তবে রাজ্য পুলিশের তরফে সেই অভিযানের অনুমতি দেওয়া হয়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে।

কসবা গণধর্ষণ-কাণ্ডে প্রতিবাদ জানাতে একটি কর্মসূচিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের শহিদ দিবসের দিনই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ প্রশাসনিক দফতর, উত্তরকন্যার দিকে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি, ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’-এরও ঘোষণা করেন তিনি। শুভেন্দুর দাবি, আরজি কর হাসপাতালে মৃত্যু হওয়া ডাক্তারি পড়ুয়ার স্মৃতিতে সেই দিন সরকার বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হবে।

সেদিন বৃষ্টির মধ্যেই বক্তব্যে তিনি বলেন, '২১ জুলাই ওরা কলকাতায় শহিদ দিবসে ডিমভাত খাবে, আর আমরা উত্তরকন্যা ঘেরাও করব। এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি।” আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, “নিজের খরচে যাবেন, ভালো করে লড়তে হবে।'

শুভেন্দু আরও বলেন, ‘নবান্ন অভিযানে’ যাওয়ার আগে নির্যাতিতার পরিবারের অনুমতি নিয়ে তবেই প্রতিবাদে অংশ নেবেন। তাঁর কথায়, 'পতাকা ছাড়াই অভয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা এই প্রতিবাদ করব।'

এদিন শুভেন্দু অধিকারী আরও জানান, বিজেপির নতুন রাজ্য সভাপতি শীঘ্রই দায়িত্ব নেবেন। তাঁর কথায়, 'আগামীকালই নতুন সভাপতিকে স্বাগত জানাব। নতুন নেতৃত্বের হাত ধরে নতুন লড়াই শুরু হবে।' শেষে বলেন, “আদালতের নির্দেশ মেনে এই সভা এখানেই শেষ করছি। তবে মনে রাখবেন, এটা শেষ নয়, এ ওদের শেষের শুরু।”

পুলিশের অনুমতি না পাওয়ার বিষয়ে বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র বলেন, 'পুলিশ প্রশাসন দালালের ভূমিকা নিয়েছে। উত্তরকন্যা অভিযান হবে। প্রয়োজনে আমরা কোর্টের দ্বারস্থ হব।'


 

POST A COMMENT
Advertisement