সন্ধের মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাজও পড়তে পারে। সেইসঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং দার্জিলিং সহ পার্বত্য এলাকার পাঁচ জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।
রবিবার গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি শুরু হবে। কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস মিলেছে উত্তরবঙ্গের সব জেলাতেও। সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরমে অস্বস্তি হতে পারে। তবে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়াও হইতে পারে।
সোমবার থেকে অবশ্য রাজ্যজুড়ে বৃষ্টিপাতের কথা শুনিয়েছে আলিপুর। যার জেরে কমবে তাপমাত্রা। কলকাতা-সহ গোটা রাজ্যে ওইদিন বৃষ্টি হতে পারে। ঠাণ্ডা বাতাস বইবে। তাপমাত্রা কমে আবহাওয়া মনোরম হলেও ভোট পর্বে বৃষ্টি সামান্য বিঘ্ন ঘটাতে পারে। মঙ্গলবার থেকে উত্তরে বৃষ্টি কমবে। যদিও বৃষ্টি বাড়বে দক্ষিণের সব জেলায়।
এদিকে তীব্রগরমে ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকেও নজর রাখছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয়, তা হলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, সে দিকেও নজর রাখছেন আবহবিদেরা।